স্নানের জন্যেও দিতে হবে বাড়তি টাকা। ছবি: শাটারস্টক।
হোটেলে দ্বিতীয় বার স্নান করতে হলে দিতে হবে বাড়তি টাকা— সম্প্রতি চিনের এক অভিজাত হোটেলের এমন নিয়মবিধি শুনে নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। চিনের সেই হোটেলে থাকতে হলে গ্রাহকদের প্রতি দিনের জন্য ২৫০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,৮৫০ টাকা) খরচ করতে হয়।
সম্প্রতি এক মহিলা দক্ষিণ চিনের ইউনান প্রদেশের সেই হোটেলে দু’দিনের জন্য ঘর ভাড়া করেন। হোটেলের ঘরে ঠুকে নিয়মবিধি পড়ে মহিলার চক্ষু চড়কগাছ। নিয়মবিধিতে লেখা হয়েছে, দিনে এক বারের বেশি স্নান করতে হলে গ্রাহককে বাড়তি টাকা দিতে হবে। হোটেলের তরফে বলা হয়েছে জলের অপচয় রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। ওই মহিলা দেওয়ালে টাঙানো হোটেলের সেই নিয়মবিধির ছবি তুলে সমাজমাধ্যমে ছেড়ে দেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। হোটেলের কর্মীদের সাফাই, গ্রাহকদের অতিরিক্ত জলের অপচয় বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, এক মাস আগে থেকেই এই সংক্রান্ত নোটিস হোটেলের প্রতিটি ঘরেই লাগানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রাহকের কাছ থেকেই অতিরিক্ত টাকা চাওয়া হয়নি।
মহিলার শেয়ার করা সেই ছবি ভাইরাল হওয়া মাত্রই নেটাগরিকরা নানা রকম মন্তব্য করা শুরু করেন। কেউ লিখেছেন, ‘‘একটা ঘরে দু’জন থাকলে কী হবে?’’ কেউ আবার লিখেছন, ‘এসি ব্যবহার করলেও কি বাড়তি টাকা দিতে হবে?’’