Warts

Home Remedies: আঁচিল নিয়ে অস্বস্তি? সহজে এই সমস্যা থেকে কী করে নিস্তার পাবেন

আঁচিলের কারণ এক ধরনের ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণের হার ক্রমশ বাড়তে থাকে। ফলে বড় হয় আঁচিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ১৮:২০
Share:

সহজেই আঁচিলের হাত থেকে মুক্তি পাবেন কী করে? ছবি: সংগৃহীত

আঁচিল এমনিতে মোটেই ক্ষতিকারক নয়। কিন্তু তা অনেক সময়েই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই কারণেই আঁচিল থেকে মুক্তি পেতে নানা রকম ওষুধ ব্যবহার করেন অনেকে।

কিন্তু এমন কিছু সহজ উপায় রয়েছে, যাতে কোনও ঝামেলা ছাড়াই কমে যেতে পারে আঁচিলের সমস্যা।

Advertisement

প্রথমেই বুঝতে হবে, আঁচিলের কারণ এক ধরনের ভাইরাস। হিউম্যানপ্যাপিলোমাভাইরাস নামের এই ভাইরাসের সংক্রমণের হার ক্রমশ বাড়তে থাকে। ফলে বড় হয় আঁচিল। তবে সেই বৃদ্ধির গতি এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়। কারও এক মাসেই বড় হয় আঁচিল, কারও ক্ষেত্রে বহু বছর লেগে যায় বাড়তে।

কিন্তু এই আঁচিলের বৃদ্ধি সহজেই আটকাবেন কী করে? জেনে নিন।

Advertisement

অ্যাসপিরিন: খুবই সাধারণ একটি ওষুধ। অনেকের বাড়িতেই থাকে। তবে আঁচিল কমাতে এই ওষুধ খেতে হবে না। প্রথমে এটি গুঁড়ো করে নিন। তার পরে জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। সেটি আঁচিলের উপর লাগিয়ে দিন। এ বার ব্যান্ডেজে ঢেকে সারা রাত রেখে দিন।

অ্যাসপিরিনে স্যালিসাইলিক অ্যাসিড বলে একটি উপাদান আছে। সেটি সহজেই আঁছিলের বৃদ্ধি আটকে দিতে পারে।

কী করে সহজে মুক্তি পাবেন আঁচিলের থেকে?

নেলপলিশ: কিছু নেলপলিশ হয়, যার কোনও রং থাকে না। এই ধরনের স্বচ্ছ্ব নেলপলিশ আঁচিলের উপরে লাগিয়ে দিতে পারেন। তাতে জীবাণু মারা যাবে। কমবে আঁচিল।

অনেকে এক দিন অন্তর এই স্বচ্ছ্ব নেলপলিশ আঁচিলের উপরে লাগান। অনেকে আবার দু’-তিন দিন অন্তর একবার করে নেলপলিশ ব্যবহার করেন। সকলের ক্ষেত্রে এই পদ্ধতি সমান ভাবে কাজে লাগে না। তবে বেশির ভাগই উপকার পান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement