একটু বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করলেই স্বল্প বাজেটেও হতে পারে ঘরের ভোলবদল। ছবি: সংগৃহীত
সামনেই নববর্ষ। জামাকাপড় কেনা, খাওয়াদাওয়ার পরিকল্পনা ছাড়াও ঘরের সাজসজ্জায় একটু বদল আনতে পারলে মন্দ হবে না। ভাবছেন বাজেট বাড়লেই তো মুশকিল? একটু বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করলেই স্বল্প বাজেটেও হতে পারে ঘরের ভোলবদল।
ঘর সাজানোর ক্ষেত্রে চারপাশের দেওয়ালের প্রতি আমরা ততটা নজর দিই না। অথচ দেওয়ালের সাজে একটু বদল আনলেই ঘরের সম্পূর্ণ চেহারাই বদলে যেতে পারে! ভাবছেন কী ভাবে?
গ্যালারির মতো: বসার ঘরের একটি খালি দেওয়াল নির্বাচন করে নিন। সুন্দর কয়েকটি পারিবারিক ছবি বাছাই করে বিভিন্ন মাপের ফ্রেম করিয়ে নিন। এ বার সারা দেওয়াল জুড়ে সেই ছবিগুলি ঝুলিয়ে দিন। তৈরি হয়ে যাবে আপনার নিজস্ব ‘গ্যালরি ওয়াল’। শুধু পারিবারিক ছবিই নয়, এ ক্ষেত্রে আপনার বাড়ির শিশুটির হাতে আঁকা নানা ছবি দিয়েও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন ঘরের দেওয়ালটি।
প্রতীকী ছবি
স্টেনসিলের ব্যবহার: দেওয়ালের একঘেয়ে রং দেখতে বিরক্তি লাগছে? তবে এখন নতুন করে রং করার সময় নেই? বাজার থেকে স্টিলসিল আর আপনার দেওয়ালের রঙের সঙ্গে মানানসই একটি ফেব্রিক রং কিনে আনলেই হবে মুশকিল আসান। পছন্দের নকশার স্টেনসিল দিয়েই দেওয়াল জুড়ে রং করে নিন। এই মজার কাজে বাড়ির শিশুদের সাহায্যও নিয়ে পারেন। তাদেরও ভাল লাগবে আর আপনার পুরোনো দেওয়ালেও আসবে নতুন চমক।
কাপড়ের ব্যবহার: আমাদের বাড়িতে অনেক পুরোনো চাদর, ওড়না বা শাড়ি থাকে যেগুলি সামান্য ছিড়ে যাওয়ার কারণে আমরা আর ব্যবহার করি না। এই প্রকার কোনও কাপড় ফেলে না দিয়ে বিভিন্ন মাপে কেটে নিয়ে ‘ওয়াল হ্যাঙ্গিং’ তৈরি করে ফেলতেই পারেন। এমন ওয়াল হ্যাঙ্গিং আপনার ঘরের নান্দনিক শোভা বাড়াবে।