বাসন মাজার সাবান দিয়ে অন্য কাজ নয় ছবি: সংগৃহীত।
বাসন মাজার সাবান দিয়ে কড়াই-খুন্তি পরিষ্কার করবেন সেটাই দস্তুর। তরল এবং শক্ত দু’ধরনের সাবানই বাজারে পাওয়া যায়। সুবিধামতো কোনও একটি বেছে নেওয়া হয়। কিন্তু এই সাবান কি ঘরের অন্যান্য কাজেও ব্যবহার করেন?অনেকেই হয়তো মাথা নেড়ে সম্মতি জানাবেন। তা হলে মুশকিল। বাসন মাজার সাবান দিয়ে কোন জিনিসগুলি ভুলে পরিষ্কার করবেন না?
১) বাসন মাজার তরল সাবান দিয়ে কাঠের আসবাব পরিষ্কার করার চেষ্টা করেননি তো? কাঠের তাক, শো পিস ইত্যাদি তেল চিটচিটে হয়ে গেলেও বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করতে যাবেন না ! তা হলেই কাঠের পালিশ উঠে যাবে। চকচকে ভাবও চলে যাবে। কাঠের জেল্লা ধরে রাখতে বাসন মাজার সাবানের ব্যবহার ভুলে যান।
২) চামড়ার জুতো, ব্যাগ বা গাড়ির সিট ময়লা হলে বাসন মাজার সাবান দিয়ে ঘষবেন না। এতে চামড়া নষ্ট হয়ে যাবে। বরং চামড়ার জিনিস পরিষ্কার করতে হলে প্রথমে ভিজে কাপড় দিয়ে সেটি মুছে নিন। তার পর শুকনো কাপড়ে ভাল করে মুছে শুকিয়ে নিন।
৩) আয়না বা জানালা দরজার কাচের তেলচিটে ভাব কিংবা ময়লা পরিষ্কার করতে অনেকে তরল সাবান দিয়ে কাচের জিনিস পরিষ্কার করুন। এতে কাচ নষ্ট হয়ে যেতে পারে। বরং পরিষ্কার সুতির কাপড় দিয়ে কাচের জিনিস পরিষ্কার করুন।কাচ দীর্ঘায়ু হবে।