Plastic Bottle Reuse

প্লাস্টিকের বোতল দিয়েই বানান ঘর সাজানোর নানা জিনিস, পুনর্ব্যবহারের কিছু কৌশল শিখে রাখুন

বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে বরং তাকে নানা আকার ও রূপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর নানা জিনিস। কী ভাবে বানাবেন জেনে নিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৫
Share:

বাতিল প্লাস্টিকের বোতল বিভিন্ন আকারে কেটে তাতে রং করে সুন্দর ফুলদানিও বানাতে পারেন। প্রতীকী ছবি।

প্রত্যেক দিনই বেড়ে চলেছে প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিকের বিভিন্ন জিনিস ও জলের বোতল ব্যবহারের পর তা রাস্তায় বা বাড়ির চারপাশে পড়ে থাকে। এর ফলে বাড়ছে পরিবেশ দূষণ। বাতিল প্লাস্টিকের বোতল বাইরে না ফেলে বরং তাকে নানা আকার ও রূপ দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঘর সাজানোর নানা জিনিস।

Advertisement

প্লাস্টিককে কী ভাবে নতুন করে ব্যবহার করা যায় তা নিয়ে চিন্তাভাবনা হচ্ছেই। বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহারের নানা উপায় বার করা হচ্ছে। ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে কোথাও রাস্তা তৈরি হচ্ছে, আবার কোথাও আসবাব, ব্যাগ, খেলনা। প্রত্যেক বাড়িতেই বাতিল প্লাস্টিকের বোতল বা কৌটো থাকে। সেগুলি যত্রতত্র না ছড়িয়ে রেখে বরং ঘর সাজানোর কী কী সামগ্রী তৈরি করতে পারেন, তা জেনে নিন।

বাতিল প্লাস্টিক দিয়ে কী কী বানাতে পারেন?

Advertisement

১) প্লাস্টিকের বোতলের মুখের অংশটি কেটে নিয়ে বা আড়াআড়ি ভাবে একটি দিক কেটে নিয়ে তার মধ্যেই গাছ বসাতে পারেন। বোতলের গায়ে পছন্দসই রঙের প্রলেপ লাগিয়ে নিন। আরও সুন্দর দেখাবে।

২) বিভিন্ন রঙের প্লাস্টিকের বোতল থাকলে তার মধ্যে ছোট আলো ভরে ফেলতে পারেন। একাধিক বোতলে আলো ভরে ঘরের ছাদেও লাগিয়ে নিতে পারেন। বেশ নতুন ধরনের আলোকসজ্জাও হয়ে যাবে।

৩) শপিং মল বা বাজার থেকে পপৌরি কিনে আনতে পারেন। পপৌরি আসলে সুবাসিত শুকনো ফুল ও পাতা। এই পপৌরি দিয়েও বোতলের অর্ধেক ভরে ফেলতে পারেন। তার পরে তা সাজিয়ে রাখুন স্নানঘরে। দেখতেও ভাল লাগবে। একই সঙ্গে সুগন্ধে ভরে উঠবে আপনার স্নানঘর।

৪) প্লাস্টিকের বোতল মাঝ বরাবর কেটে ফেলুন। প্রথমে পেন দিয়ে দাগ কেটে নিন। তার পরে ছুরি গরম করে দাগ বরাবর দু’ভাগে কেটে ফেলুন। মাঝখানে চেন লাগিয়ে নিন আঠা দিয়ে। রংপেনসিল বা পেন রাখার কাজে ব্যবহার করতে পারেন।

৫) প্লাস্টিকের বোতলের মুখের অংশ কেটে, বোতলের গায়ে রঙিন কাগজ লাগিয়ে নিন। তার উপরে নানা কারুকাজও করে নিতে পারেন। খাওয়ার টেবিলের উপর রেখে তাতে চামচ, ছুরি, কাঁটা চামচ সাজিয়ে রাখতে পারেন।

৬) বোতলের গায়ে গ্লিটার বা রঙিন অভ্র আঠা দিয়ে লাগিয়ে নিন। এ বার ভিতরে আলো জ্বাললে তা আরও জৌলুস আনবে গৃহসজ্জায়।

৭) প্লাস্টিকের বোতল বিভিন্ন আকারে কেটে নিন। এ বার তার গায়ে রঙিন কাগজ লাগিয়ে বা স্প্রে করে বিভিন্ন রঙে রাঙিয়ে তুলুন। পুঁতি, চুমকি দিয়ে এর উপরে কারুকাজ করতে পারেন, অথবা হাতেও কিছু এঁকে রং করে নিতে পারেন। সেই অংশগুলি নানা রকম ভাবে সাজিয়ে রাখতে পারেন দেওয়ালের কোনও তাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement