Living Room Decoration Ideas

সদ্য বিয়ের পর নতুন বাড়িতে দু’জনে সংসার পেতেছেন? কম সময়ে বসার ঘরটি কী ভাবে সাজাবেন?

বিয়ের পর পরিবার-পরিজনের আনাগোনা লেগেই থাকে। নবদম্পতির শোয়ার ঘরে সব সময় সকলের অবাধ বিচরণ না হওয়াই শ্রেয়। তাই নতুন বাড়ির বসার ঘরের সাজ হওয়া চাই ছিমছাম, কিন্তু সুন্দর। কী ভাবে সাজাবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৩
Share:

নতুন সংসার সাজান মন দিয়ে। ছবি: সংগৃহীত।

শীতের মরসুমে অনেকেই নতুন জীবন শুরু করেছেন। সাতপাকে বাঁধা পড়েছেন মনের মানুষের সঙ্গে। নতুন জীবন শুরু করার আনন্দ, ভাল লাগায় মন যেমন ভরে থাকে, পাশাপাশি একটা ভয়ও কাজ করে। নতুন সংসার গুছিয়ে নেওয়া সহজ নয়। যতই দু’জনের সংসার হোক, নতুন ঠিকানা সাজাতে হবে মন দিয়ে। বিশেষ করে নতুন বাড়ির বসার ঘরটা সবচেয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। কারণ, বিয়ের পর পরিবার-পরিজনের আনাগোনা লেগেই থাকে। নবদম্পতির শোয়ার ঘরে সব সময় সকলের অবাধ বিচরণ না হওয়াই শ্রেয়। তাই বসার ঘরের সাজ হওয়া চাই ছিমছাম, কিন্তু সুন্দর। কী ভাবে সাজাবেন?

Advertisement

১) বসার ঘরের দেওয়ালের সাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকেই আবার অন্দরসজ্জায় বেশি জমকালো কিছু পছন্দ করেন না। সে ক্ষেত্রে একরঙা দেওয়াল থাকতে পারে। অল্প আসবাবের সঙ্গে এ ধরনের দেওয়াল মানানসই। বসার ঘর তুলনায় ছোট হলে দেওয়াল রাঙাতে পারেন হালকা রঙে। এতে ঘর বড় দেখাবে। দেওয়ালে বিয়ের দিনে তোলা নিজেদের ছবিটিও টাঙাতে পারেন। সেই বিশেষ দিনের রঙিন মুহূর্তগুলি সারা ক্ষণ চোখের সামনে ভেসে বেড়াবে।

২) কমবেশি সকলের বসার ঘরেই ভিড় করে থাকে সোফা, টেবিল, বুকশেল্ফ। অন্দরসজ্জার সেই একঘেয়েমি কাটাতে সোফার বদলে রাখতে পারেন বড় বিন ব্যাগ। ভারী আসবাব সরিয়ে বাহারি কার্পেটও পাততে পারেন।

Advertisement

বসার ঘরের দেওয়ালের সাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবি: সংগৃহীত।

৩) বসার ঘর সাজাতে পারেন স্বপ্নের মতো কিছু ছবি দিয়ে। বই পড়তে ভালবাসলে বসার ঘরে রাখতে পারেন বইয়ের তাক। এমনকি, বসার ঘর সেজে উঠতে পারে কিছু ইন্ডোর প্লান্ট দিয়েও।

৪) বাহারি আলো দিয়ে ঘর সাজানোর চল বাড়ছে। অনলাইনে নানা রকম আলো কিনতে পাওয়া যায়। ঘরের সাজ অনুযায়ী তেমনই কিছু একটা কিনতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement