পাইপ পরিষ্কার রাখুন। ছবি: সংগৃহীত।
বাড়ির বেসিনটি মাঝেমাঝেই পরিষ্কার করা হয়। কিন্তু যত্ন পায় না শুধু পাইপ। নিয়মিত পরিষ্কার করা তো দূর, কালভদ্রেও পাইপে হাত দেওয়ার কথা মনে থাকে না। এদিকে রোজ নোংরা জমে জমে পাইপের মুখ অনেকটাই সরু হয়ে আসে। নোংরা বেশি জমে গেলে জল যেতেও অসুবিধা হয়। জল উপচে পড়ে তখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। অনেকেই পেশাদার কাউকে দিয়ে পাইপ পরিষ্কার করার কথা ভাবেন। তবে তাতে যে ঝামেলা কমে, তা নয়। কী করে ঘরোয়া উপায়ে বেসিনের পাইপ পরিষ্কার করবেন?
পাইপ পরিষ্কার করার পদ্ধতি বেশ সহজ। লাগবে শুধু নুন, ভিনিগার, বেকিং সোডা এবং গরম জল। প্রথমে আধ কাপ নুন পাইপের মুখে ঢেলে দিন। তারপর ২ লিটার জল ফুটতে দিন। ফুটে গেলে খানিকটা ডিটারজেন্ট গুঁড়ো মিশিয়ে ধীরে ধীরে সেই জল ঢেলে দিন। নুনের সঙ্গে নোংরা ধুয়ে যাবে। এরপর পাইপের মুখে ভাল করে আধ কাপ বেকিং সোডা ছড়িয়ে দিন। মিনিট ১৫ রেখে দিন। তারপর তার উপর সাদা ভিনিগার এক কাপ ঢেলে দিন। এতে বাকি ময়লাও ধুয়ে পরিষ্কার হয়ে যাবে।