ছবি: সংগৃহীত।
ঝড়বৃষ্টি হলেই পোকামাকড়ের আনাগোনা বাড়ে। মাঝেমাঝেই বিড়ম্বনার কারণ হয়ে ওঠে এই বিষয়গুলি। ভিজে আবহাওয়ায় অনেক সময়েই চলার পথে, দেওয়ালে কিংবা জানলার ফাঁকে কেন্নো গুটি পাকিয়ে বসে থাকতে দেখলে অস্বস্তি বোধ করেন অনেকেই। অথচ কিছু সহজ উপায় মেনে চললেই এই উপদ্রব থেকে মুক্তি মেলা সম্ভব।
১) বাড়িতে কীটনাশক ওষুধ ব্যবহার বিপজ্জনক হতে পারে তাই এই ধরনের ওষুধ ব্যবহার করতে হলে, খেয়াল রাখুন শিশুরা যেন কোনও ভাবেই কাছাকাছি না আসে।
২) অনেক ধরনের কীট-পতঙ্গ মারার জন্যই বোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। ভেজা জায়গায়, ঘরের অন্ধকার কোণে, বাগানে ছড়িয়ে দিন বোরিক অ্যাসিড।
৩) ঘরের দেওয়াল বা মেঝেতে কোনও ফাঁক থাকলে ভরাট করুন। ভাঙা দেওয়ালের খাঁজ, বাথরুমের পরিপার্শ্ব, জলের পাইপ পরিচ্ছন্ন রাখুন। এই ধরনের স্থান এই ধরনের পোকামাকড়কে আকৃষ্ট করে।