Wall shelves

ঘর সাজানোর জিনিস রাখার জায়গা পাচ্ছেন না, দেওয়ালে লাগিয়ে নিন ৩ ধরনের তাক

রকমারি ঘর সাজানোর জিনিসে শো-কেস ভরে গিয়েছে। নতুন জিনিস কোথায় রাখবেন ভেবে পাচ্ছেন না? ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের তাক। ঘরের সঙ্গে মানানসই হবে, আবার কাজেও লাগবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:১১
Share:

জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না? দেওয়ালে লাগিয়ে নিন নানা ধরনের তাক। ছবি: সংগৃহীত।

যেখানেই যান, ঘর সাজানোর জিনিস দেখলে কিনে ফেলেন? ফুলদানি, মূর্তি, চাবির রিং থেকে রকমারি জিনিসপত্র কিনতে কিনতে শো-কেস বোঝাই করে ফেলেছেন? নতুন জিনিসপত্র রাখার জন্য নতুন আলমারি তৈরি খরচসাপেক্ষ তো বটেই, একই সঙ্গে তা রাখার জন্য বাড়তি জায়গাও চাই। বদলে সহজে ঘরের আনাচকানাচে যোগ করতে পারেন ছোট-বড় নানা রকম তাক। বই থেকে শৌখিন জিনিস সহজেই সাজিয়ে রাখতে পারবেন সেখানে।

Advertisement

উডেন সেল্‌ফ বা তাক: কাঠ বা প্লাইউড দিয়ে ঘরের কোনও ফাঁকা দেওয়ালে তৈরি করে নিতে পারেন সুদৃশ্য তাক। দেওয়াল এবং প্রয়োজন অনুযায়ী তার মাপ ঠিক করতে পারেন। অনলাইনেও এই ধরনের একটি বা একাধিক সেল্‌ফ বা তাকের সেট পাওয়া যায়।

কর্নার ওয়াল সেল্‌ফ: ঘরের কোণও এই কাজে লাগাতে পারেন। কোণের জন্যই বিশেষ ধরনের তাক পাওয়া যায়। আবার মাপমতো তা তৈরিও করতে পারেন। এই ধরনের তাকে ছোট-বড় যে কোনও জিনিসই সাজিয়ে রাখা যায়।

Advertisement

ল্যাডার সেসেল্‌ফ বা মইয়ের মতো তাক: কাঠ, প্লাস্টিকের মইয়ের মতো তাক অন্দরসজ্জার জন্য বেছে নিতে পারেন। বিভিন্ন গাছ, ফুলদানি, মূর্তি সুন্দর করে এই ধরনের তাকে সাজিয়ে রাখা যায়। লম্বা, ছোট, সরু, মোটা ঘরের জায়গা অনুযায়ী এই ধরনের তাক তৈরিও করে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement