Home Decor

Home Decor: ঘরে সাজানো ফুল দীর্ঘ দিন তাজা রাখবেন কী ভাবে?

ঘরের কোণে ছোট টেবিল। আর তার পাশে ফুলদানিতে রাখা ফুল। ঘরের শোভা বাড়ায়। পাশাপাশি, সুন্দর গন্ধ ভাল রাখে মন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২১ ১২:৪৮
Share:

প্রতীকী ছবি।

ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই ভালবাসেন।বিশেষ করে টেবিলের উপর বাহারি ফুলদানিতে ফুল লাগালে ঘরের সৌন্দর্য আলাদাই মাত্রা পায়। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিল বাগানের তাজা ফুল। হালেও তার ব্যতিক্রম ঘটেনি। কারণ ফুলের সুন্দর গন্ধ ঘরের পরিবেশ বদলানোর পাশাপাশি ভাল রাখে মনও। কিন্তু সমস্যা হচ্ছে ফুলদানিতে রাখা ফুল বেশিদিন ভাল থাকে না। সহজেই নষ্ট হয়ে যায়।

Advertisement

কী ভাবে রাখলে বেশি ক্ষণ তাজা থাকবে ফুল?

১) বাহারি গোলাপ ফুল দিয়ে ফুলদানি সাজাতে পছন্দ করেন? তাহলে অতি অবশ্যই খেয়াল রাখুন, গোলাপ ফুলের পুরো কাণ্ডটি যেন কোনওভাবেই জলের তলায় ডুবে না থাকে। গোলাপ ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। তাহলে দীর্ঘ দিন তাজা থাকবে।

Advertisement

২) ফুল ভাল রাখতে মাঝেমাঝেই ফুলদানিতে রাখা ফুলের উপর জল স্প্রে করুন। এতে ফুল দেখতে তাজা লাগবে। সহজে নষ্টও হবে না।

৩) ফুলদানিতে ফুল রাখার সময়ে যে জল রাখেন, তাতে সামান্য পরিমাণ নুন মিশিয়ে দিতে পারেন। এতে ফুল ভাল থাকে।

প্রতীকী ছবি

৪) যে ফুলগুলি ফুলদানিতে রাখছেন, সেগুলির সঙ্গে রাখা পাতাগুলিকে আগেই ছেঁটে ফেলে দিন। পাতা ছাড়া রাখলে ফুল বেশি ভাল থাকে।

৫) ফুলদানির জল পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এইকারণেও শুকিয়ে যেতে পারে। দু’দিন অন্তর ফুলদানির জল পাল্টে ফেলুন।

৬) ফুল বাছার সময়ে বড় ফোটা ফুল না বেছে, কুঁড়ি বাছুন।তা বেশিদিন থাকবে। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement