Interior decoration

Home Decor: অন্দরসজ্জার ভোল পাল্টে দিতে পারে আপনার প্রিয় গাছগুলো। জেনে নিন কী ভাবে

ঘরের সাজ একঘেয়ে লাগলে একটু অন্য ভাবে ঘর সাজান। বৈচিত্র আনতে পারেন গাছ দিয়ে ঘর সাজিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২১ ১৪:৫৮
Share:

গাছ দিয়ে বদলান ঘর। ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই ভাবছেন ঘরকে একটু অন্য ভাবে সাজাবেন। ঘর সাজানোর কী কী জিনিস কিনবেন কিংবা দেওয়ালের রং বদলাবেন কি না ভাবছেন। এই ভাবে ঘর সাজাতে পারেন ঠিকই, তবে এর মধ্যে তেমন কোনও নতুনত্ব নেই। আপনি যদি গাছ ভালবাসেন, তাহলে গাছই হতে পারে আপনার ঘর সাজানোর সরঞ্জাম। অবাক হচ্ছেন তো? গাছ দিয়ে তৈরি করা যেতে পারে অভিনব অন্দরসাজ। কী ভাবে গাছ ব্যবহার করবেন, দেখে নিন।

Advertisement

ঘরের তাকে গাছ রাখুন

ছোট ছোট গাছ রাখার জন্য ঘরের তাক ব্যবহার করুন। একরঙা দেওয়াল হলে কোনও ফুল গাছ লাগালে, সেটা এক ধরনের বৈচিত্র সৃষ্টি করবে। ছোট তাক কিনে সেটা দেওয়ালে না লাগিয়ে বাড়ির ঢোকার মুখে রেখে সেখানেও ছোট ছোট গাছ রাখতে পারেন।

Advertisement

জানলায় গাছ রাখুন

এখন অনেক ঝুলন্ত টব পাওয়া যায়। জানলায় সেগুলো ঝুলিয়ে তাতে ছোট ছোট গাছ রাখতে পারেন। খুব বেশি গাছ রাখবেন না, না হলে জানলাটা অবরুদ্ধ হয়ে যাবে। জানলার ধারে ছোট অর্কিডজাতীয় গাছ রাখতে পারেন, এরা আলো খুব পছন্দ করে।

ঘরের কোণে রাখুন

ঘরের কোণের দিকে কোনও আংটা থাকলে, সেখানে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ১-২টো গাছ রাখলেন। অভিনব পদ্ধতিতে রাখার জন্য দেখতেও ভাল লাগবে। আর কোণটাও ফাঁকা লাগবে না।

কোথায় কোথায় রাখতে পারেন গাছ?

দেওয়ালে গাছ রাখুন

কিছু ছোট গাছ দেওয়ালে রাখতে পারেন, দেওয়ালে একটা বৈচিত্র আসবে। এদের বেশি জল দেওয়ারও ঝামেলা নেই। সপ্তাহে একবার একটু জল দিয়ে ভিজিয়ে দেবেন, তাহলেই তাজা থাকবে। ফ্ল্যাট ও ছোট বাড়ির ক্ষেত্রে বসার ঘরের দেওয়ালে এই রকম গাছ লাগানো যেতে পারে। গাছ ধরে রাখার সুন্দর তাকও পাওয়া যায়, জ্যামিতিক আকারের। সেগুলোও ব্যবহার করতে পারেন।

টেবিলে গাছ রাখুন

সেন্টার টেবিলে কিংবা পড়ার টেবিলে একটা ছোট গাছ রাখতে পারেন। এতে টেবিলটা দেখতে সুন্দর লাগবে। সেন্টার টেবিলে গাছটা মাঝখানে রাখুন। পড়ার টেবিল হলে এক পাশে রাখুন। ঘরে পাথরের টেবিল থাকলে সেখানে বাহারি কাচের পাত্রে জল ভরে গাছ রাখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement