anamika khanna

ডিজাইনার পোশাকে সোনমের ছবি, হোলিতে আধুনিক যাপনের বার্তা অনামিকা খন্নার

একটি নয়। সোনমের বেশ কয়েকটি ছবি পাওয়া গেল অনামিকার ইনস্টাগ্রামের পাতায়। নানা ধরনের পোশাকে সোনম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৫:২০
Share:

অনামিকার তৈরি পোশাকে সোনম। ছবি: ইনস্টাগ্রাম

অনামিকা খন্নার ইনস্টাগ্রামে হোলির শুভেচ্ছা। ছবি সোনম কপূরের। পোশাকে নতুনত্ব। বার্তায় সাবেক মন-আধুনিক মেজাজের মিশেল। তা ঘিরেই হইচই নেটমাধ্যমে।

Advertisement

একটি নয়। সোনমের বেশ কয়েকটি ছবি পাওয়া গেল অনামিকার ইনস্টাগ্রামের পাতায়। নানা ধরনের পোশাকে সোনম। তবে বার্তা একটাই। খোলামেলা সাজ। চলাফেরায় স্বাচ্ছন্দ্য। এ যুগের নারীর সেটাই সবচেয়ে বড় চাওয়া। সাজ হবে, তবে তাতে বাধা পড়বে না নিজের মতো করে কাজ করার ক্ষেত্রে। হোলির দিনটা খোলা মনে মেশার। নিজের চারপাশটা রাঙিয়ে তোলার দিন। সব বাধা পেরিয়ে আনন্দে থাকার উৎসব হল হোলি। এমন দিনে ফ্যাশনের বার্তাও এল মানানসই ভঙ্গিতে। আধুনিক সময়ে সেই খোলামেলা ভাবে যাপনের স্বাধীনতা যেন থাকে মহিলাদের জীবনেও। নারীর পোশাক থেকে মেজাজ সবেতেই থাকুক সেই ভাবটা— ডিজাইনারের বার্তা এল তেমনই।

অনামিকা খন্না।

সোনমকে দেখা গেল কেপ থেকে জ্যাকেট, নানা ধাঁচের পোশাকেই। নানা রঙের মিশেলে ছাপা থেকে এক রঙা কাপড়ের গাম্ভীর্য— সবে মিলে তৈরি হয়েছে অনামিকার ডিজাইন। বলি-জগতে ইতিমধ্যে অনামিকার জ্যাকেট রীতিমতো বিখ্যাত। সোনমকে এ বার দেখা গেল, ডিজাইনারের তৈরি একটি পা ঢাকা লম্বা জ্যাকেটে। যা নজর কাড়ল সকলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement