Healthy Snacks

৩ খাবার: শীতে দেদার খেলেও ওজন বাড়বে না, আবার মনও ভাল থাকবে

কিছু খাবার কিন্তু প্রচুর খেলেও ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় থাকে না। শীতে ঘন ঘন মুখ চালাতে ভরসা রাখতে পারেন কিছু খাবারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ১৯:২৫
Share:

শীতে যত্ন নিন শরীরের। ছবি: সংগৃহীত।

শীতকালে সারা ক্ষণই খিদে পায়। পেট ভরে খাবার খাওয়ার পরেও অনেক সময় খিদে মেটে না। অন্তত প্রবল খিদে না পেলেও খাওয়ার একটা প্রবণতা থেকেই যায়। শরীরচর্চার অভাবে শীতকালে এমনিতে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তার উপর উৎসবের ভূরিভোজ তো আছেই। সব মিলিয়ে শীতে ওজন বশে রাখা বেশ সমস্যার। তবে কিছু খাবার কিন্তু প্রচুর খেলেও ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় থাকে না। শীতে ঘন ঘন মুখ চালাতে ভরসা রাখতে পারেন কিছু খাবারে।

Advertisement

পপকর্ন

ক্যালোরি একেবারেই নেই পপকর্নে। ফলে ইচ্ছামতো খেলেও ওজন বেড়ে যাওয়ার ভয় নেই। পপকর্নে ফাইবার রয়েছে ভরপুর পরিমাণে। সবচেয়ে ভাল যেটা, তা হল পপকর্নে গ্লুটেন নেই বললেই চলে। ফলে ডায়েটেও অনায়াসে রাখা যায় এই খাবার। পপকর্ন ভিতর থেকেও চনমনে থাকতে সাহায্য করে।

Advertisement

আখরোট

শীতকালীন স্ন্যাকস হিসাবে আখরোটের জুড়ি মেলা ভার। আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপাদান। যা শীতকালীন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। পেট দীর্ঘ ক্ষণ ভর্তি রাখতে সাহায্য করে আখরোট। তা ছাড়া, হার্টের খেয়াল রাখতেও আখরোট বেশ উপকারী।

মাখানা

শীতে মন এবং শরীরের একসঙ্গে যত্ন নিতে পারে মাখানা। মাখানায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, ফলে প্রদাহজনিত সমস্ত সমস্যা দূর করতে মাখানার জুড়ি মেলা ভার। মাখানায় রয়েছে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্টও। পপকর্নের মতো মাখানাতেও গ্লুটেন নেই বললেই চলে। তাই ইচ্ছামতো খেলেও কোনও সমস্যা হওয়ার কথা নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement