Health Benefit

Healthy Food: শরীর শুকিয়ে যাওয়া থেকে কোষ্ঠকাঠিন্য, বহু সমস্যা কমাতে পারে কচুর লতি

কচুর লতি কী কী উপকার করে? রইল তালিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২১ ২০:৫৭
Share:

কচুর লতি খেলে কী কী উপকার হয়? ছবি: সংগৃহীত

বাঙালির হেঁশেলে বহু দিন ধরেই কচুর লতি অতি পরিচিত একটি উপাদান। কিন্তু অনেকেরই কচুর লতি খেলে গলা চুলকায়। কিন্তু সেই সমস্যা বাদ দিলে কচুর লতির অনেক গুণ।

কচুর লতি কী কী উপকার করে? রইল তালিকা।

Advertisement

• গরমকালে ঘাম হয়ে শরীর শুকিয়ে যায়। শীতকালে আবার জল কম খাওয়া হয়। তাতেও শরীর শুকিয়ে যায়। নিয়মিত কুচির লতির তরকারি খেলে শরীরে জল ধরা থাকে। শরীর শুকিয়ে যায় না।

• এতে প্রচুর পরিমাণে আয়োডিন আর ভিটামিন বি রয়েছে। মস্তিষ্কের পুষ্টিতে এটি সাহায্য করে।

Advertisement

• কোলেস্টেরলের সমস্যায় যাঁরা ভুগছেন, তাঁরা নিয়মিত খেতে পারেন কচুর লতির তরকারি। এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়।

• অনেকের বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে আসে। রাতে চোখে ভাল দেখতে পান না অনেকেই। কচুর লতি নিয়মিত খেলে এই সমস্যাও কমে যায়।

এই গুণগুলি থাকলেও গলা চুলকানোর ভয়ে যাঁরা কচুর লতি এড়িয়ে চলেন, তাঁদের হাতেও এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার রাস্তা আছে। কচুর লতিতে থাকা অক্সালেটের কারণেই গলায় সমস্যা হয়। কচুর লতির তরকারিতে অল্প লেবুর রস মিশিয়ে নিলে এই সমস্যা একেবারে কেটে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement