Richest Woman

Richest woman in India: সম্পত্তির পরিমাণ আকাশছোঁয়া! দেশের ধনী মহিলাদের তালিকায় শীর্ষে কে?

সম্প্রতি এক বেসরকারি ব্যাঙ্কের সমীক্ষা অনুযায়ী এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনি নাদার মলহোত্রই হলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৮:৫১
Share:

রোশনি নাদার মলহোত্র।

দেশের ধনীতম মহিলা কে? কত-ই তাঁর সম্পত্তির পরিমাণ? জানতে ইচ্ছে করে নিশ্চয়ই। সম্প্রতি এক বেসরকারি ব্যাঙ্কের সমীক্ষা অনুযায়ী এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনি নাদার মলহোত্রই হলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা। ২০২১ সালে তাঁর সম্পত্তির চেয়ে ২০২২-এ প্রায় ৫৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এখন তাঁর সম্পত্তির পরিমাণ ৮৪ হাজার ৩৩০ কোটি টাকা। শিল্পপতি তথা এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা শিব নাদারের মেয়ে বছর ৪০-এর রোশনি। শিব নাদার অবসর গ্রহণের পরে তাঁর কন্যা এইচসিএল টেকনোলজিসের চেয়ারপার্সন পদের দায়িত্ব গ্রহণ করেন।

Advertisement

বেসরকারি ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, দেশের ধনীতম মহিলাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন, নাইকার কর্ণধার ফাল্গুনী নায়ার। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৭ হাজার ৫২০ কোটি। গত বছরের থেকে ২০২২ ফাল্গুনীর সম্পত্তির পরিমাণ প্রায় ৯৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১২ সালে নিজের ৫০তম জন্মদিনের মাস কয়েক আগে দেশের এক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের শীর্ষপদে ইস্তফা দেন ফাল্গুনী। মোটা মাইনের চাকরি ছেড়ে শুরু করেন নাইকা।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কিরণ মজুমদার শ’। বায়োটেকনোলজি সংস্থা বায়োকন লিমিটেডের চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর কিরণ। তাঁর হাতেই প্রতিষ্ঠিত হয়েছে এই সংস্থা। তাঁর সম্পত্তির পরিমাণ ২৯ হাজার ৩০ কোটি টাকা। শিল্পোদ্যোগী এবং অন্যান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে কিরণ সম্মানিত হয়েছেন পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement