Grey Hair

৩ কারণ: বার্ধক্য আসার আগে অল্প বয়সে পাক ধরতে পারে চুলে

মাথায় সাদা চুল দেখা গেলেই সতর্ক হওয়া জরুরি। তবে সাদা চুল কালো করতে নেমে পড়ার আগে কেন এমন হচ্ছে, সেই কারণগুলি এক বার জেনে নেওয়া জরুরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৯
Share:

কম বয়সে চুলে পাক ধরার কারণ কী? ছবি: সংগৃহীত।

বয়স হলে সাদা হবে চুল। বার্ধক্যের মতো এটাও অনিবার্য। ইদানীং আবার অল্প বয়সে চুলে পাক ধরতে শুরু করেছে অনেকেরই। পাকা চুল এখন আর বয়স বেড়ে যাওয়ার লক্ষণ নয়। অল্প বয়সেই চুলের ফাঁক দিয়ে উঁকি মারতে পারে রুপোলি রেখা। এক বার চুলে পাক ধরতে শুরু করলে তা স্বাভাবিক ভাবে কখনও কালো হয় না। তা ছাড়া এক বার চুল পাকতে শুরু করে খুব দ্রুত মাথার বাকি অংশও সাদা হতে থাকে। তাই মাথায় সাদা চুল দেখা গেলেই সতর্ক হওয়া জরুরি। তবে সাদা চুল কালো করতে নেমে পড়ার আগে কেন এমন হচ্ছে, সেই কারণগুলি এক বার জেনে নেওয়া জরুরি।

Advertisement

অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া

দিনের বেশির ভাগ সময় অফিসেই কাটে। ফলে পেট ভরাতে বাইরের খাবারই ভরসা। দিনের পর দিন বাইরের তেল-ঝাল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসে শরীরের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। আর এই অভ্যাস কম বয়সে চুলের অকালপক্কতারও কারণ। অতিরিক্ত পরিমাণে তেলজাতীয় মাছ, মাংস খেলে অল্প বয়সে চুলে পাক ধরার একটা প্রবণতা রয়েছে। তাই যথাসম্ভব এই ধরনের খাবার খাওয়া থেকে দূরে থাকাই শ্রেয়।

Advertisement

অত্যধিক পরিমাণে মিষ্টি খাওয়া

মিষ্টির প্রতি প্রেম ওজন বাড়িয়ে দেয়। পাকা চুলের নেপথ্যেও কিন্তু মিষ্টি খাওয়ার প্রবণতা আছে। বয়সের আগে চেহারায় বার্ধক্যের লক্ষণ দেখা দিতে শুরু করুক, তা না চাইলে মিষ্টি খাওয়ায় রাশ টানতে হবে। অল্প বয়সে চুল পাকার সমস্যা কমাতে মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন।

মানসিক অবসাদ

ব্যস্ততম জীবনে মানসিক অবসাদ নিত্যদিনের সঙ্গী। অফিসের চাপ, ব্যক্তিগত জীবনে নানা সমস্যা, সম্পর্কের জটিলতা লেগেই থাকে। সেখান থেকেই জন্ম নেয় অবসাদ। মানসিক অস্থিরতার কারণে কিন্তু পাক ধরতে পারে চুলে। সেই ঝুঁকি এড়াতে বরং মানসিক শান্তি বজায় রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement