Covid Infection

অতিমারির মধ্যে দোকানে যেতে হলে কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, বলে দিল হু

অনলাইন কেনাকাটা করা যদি সম্ভব না হয়, তবে এই বিধি মেনে চলতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২১ ২০:২৭
Share:

দোকানে গিয়ে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখুন অন্যদের সঙ্গে ফাইল চিত্র

সংক্রমণ নিয়ন্ত্রণে যত সাবধানেই থাকা হোক, একেবারে বেরোবেন না, তা তো হয় না। অনেকই বাইরে যাচ্ছেন বাজার করতে, মুদির জিনিস কিনতে। এমন সময়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। যাতে দোকানে গিয়ে সংক্রমিত না হতে হয়, তার জন্য কিছু নির্দেশিকা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। অনলাইন কেনাকাটা করা যদি সম্ভব না হয়, তবে এই বিধি মেনে চলতে হবে।

Advertisement

বাজার-দোকানের ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে বলে দেখা গিয়েছে। ফলে দোকানে যাওয়ার আগে খেয়াল রাখুন কয়েকটি বিষয়ে—

দোকানে এমন সময়ে যেতে হবে, যখন ভিড় হওয়ার আশঙ্কা কম

Advertisement

এলাকাভিত্তিক কোনও নিয়ম থাকলে, তার খোঁজ নিন বেরোনোর আগে

বেরোনোর সময়ে মাস্ক আর স্যানিটাইজার নিতে ভুলবেন না

যদি এলাকায় অতিরিক্ত বেশি সংক্রমিত মানুষ থাকেন, তবে সার্জিকাল মাস্ক পরুন

একবারে বেশি ক্ষণ কোনও দোকানে কাটাবেন না

দোকানে সময় কম কাটাতে হলে জিনিসের তালিকা ছোট রাখা প্রয়োজন

দোকানে গিয়ে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখুন অন্যদের সঙ্গে

এরই পাশাপাশি স্থানীয় চিকিৎসকেদের বক্তব্য, শীতাতপ নিয়ন্ত্রিত দোকানে না ঢুকে পাড়ার ছোট দোকান থেকে জিনিস কিনুন। যাতে ভিতরে না ঢুকতে হয়। দূর থেকে প্রয়োজনীয় জিনিস কিনে চলে আসা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement