Google Time Travel

৩০ বছর আগে কেমন ছিল কলকাতা? সময় সফরে অতীত ঘুরিয়ে দেখাবে গুগ্‌ল ম্যাপ, কী ভাবে?

অতীতদর্শন করতে চান? সময় সফর করাবে গুগ্‌ল। এল নতুন প্রযুক্তি। কী ভাবে হবে সময় সফর, জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৬:০০
Share:
Google Maps and Google Earth now allow you to see how a city looked 30 years ago

চাইলেই অতীতে নিয়ে যাবে গুগ্‌ল। ফাইল চিত্র।

সময় সফর বা ‘টাইম ট্রাভেল’ করার ইচ্ছা? ভাবছেন, কোনও ‘টাইম মেশিন’ তৈরি হল কি না? টাইম ট্রাভেল নিয়ে কল্পবিজ্ঞানের কত কাহিনিই তো রয়েছে! এ বার কিন্তু সত্যি সত্যিই সময় সফর করার সুযোগ পাবেন সকলেই। কী ভাবে?

Advertisement

সময় সফর করে অতীতে ঘুরে আসার সুযোগ দিচ্ছে গুগ্‌ল। অবাক লাগলেও সত্যি। বিষয়টা খুলে বলা যাক। এই সময় সফরে আপনি নিজে অতীতে গিয়ে ঘুরেফিরে আসবেন, সে সুবিধা নেই। তবে আপনি যে জায়গায় রয়েছেন, সেই জায়গাটি অতীতে কেমন ছিল, তার ত্রিমাত্রিক দৃশ্য দিব্যি দেখতে পাবেন। আবার যদি আপনার মনে হয়, ১৯৩০ সালে লন্ডন, বার্লিন, প্যারিস অতীতে কেমন ছিল এক বার দেখবেন, তা-ও সম্ভব। তবে খুব বেশি অতীতে যেতে পারবেন না। ৩০-৪০ বছর পিছিয়ে যাওয়ার সুযোগ দেবে গুগ্‌ল।

সময় সফর করার প্রযুক্তি নিয়ে এসেছে গুগ্‌ল ম্যাপ ও গুগ্‌ল আর্থ। যে জায়গায় যেতে চান, সেটি খুঁজে বার করে তার অতীত দর্শন করা সম্ভব। যেমন, কলকাতা শহরের কোনও একটি জায়গা ৩০ বছর আগে কেমন ছিল, তা সার্চ দিয়ে দেখা যাবে। সেই জায়গাটির আশপাশ তখন কেমন ছিল, তার ত্রিমাত্রিক ছবি দেখতে পাবেন গুগ্‌ল আর্থে। জায়গাটি জ়ুম করে রাস্তাঘাটও দেখা যাবে। মোট কথা, ৩০ বছর আগের মানচিত্র চোখের সামনে ফুটে উঠবে।

Advertisement

ধাপে ধাপে সময় সফর

· প্রথমে গুগ্‌ল ম্যাপ বা গুগ্‌ল আর্থ খুলুন।

· এ বার জায়গার নাম সার্চে দিন। জায়গাটি এলে, সেখান থেকে লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্সে ক্লিক করতে হবে।

· ঠিক কতটা পিছিয়ে গিয়ে জায়গাটি দেখতে চান, তা নির্বাচন করতে হবে। তা হলেই সেই সময়কালে জায়গাটির ছবি ফুটে উঠবে।

· গুগ্‌ল আর্থে ইতিমধ্যেই ‘হিস্টোরিক্যাল ইমেজারি’ বলে একটি অপশন যোগ করা হয়েছে।

· গুগ্‌ল আর্থে গিয়ে যে দেশের যে জায়গাটি দেখতে চান, সেটি সার্চ করে সরাসরি ‘হিস্টোরিক্যাল ইমেজারি’ অপশনে যান। সেখানে টাইমলাইন দেখাবে। সেখানে ৩০-৪০ বছর অবধি পিছিয়ে যেতে পারবেন। সেই সময়ে গিয়ে জায়গাটি কেমন ছিল, তা খুব ভাল ভাবেই দেখা যাবে।

·

· জায়গাটি দেখে নিলেন। এ বার ‘স্ট্রিট ভিউ’ অপশনে যান। সেখানে গিয়ে রাস্তাঘাটের ত্রিমাত্রিক ছবি দেখতে পাবেন। জ়ুম করে দেখলে সেই সময়ে রাস্তা কেমন ছিল, পুরনো বাড়িগুলি কেমন দেখতে ছিল, তা-ও দেখতে পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement