Raksha Bandhan Gift

রাখিতে ভাই-বোনকে কী দেবেন বুঝতে পারছেন না? শৌখিন উপহারে সেজে উঠেছে শহরের এক গ্যালারি

শৌখিন এবং বাহারি নানা উপহারের সম্ভারে সেজে উঠেছে শহরের এক গ্যালারি। রাখির উপহারের খোঁজে সেখানে এক বার ঢুঁ দিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ২০:২৬
Share:

রাখির উপহার। ছবি:সংগৃহীত।

কয়েক দিন পরেই রাখিপূর্ণিমা। রাখিবন্ধন উদ্‌যাপনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ইতিমধ‍্যে। ভাই-বোনের উৎসব বলে কথা, উদ্‌যাপন জমকালো না হলে চলে না। হইহুল্লোড়, আনন্দ, জমিয়ে ভূরিভোজ তো আছেই। তবে শুধু রাখি পরালেই তো হল না। সঙ্গে উপহার বিনিময়েরও একটা পর্ব থাকে। আর একে-অপরের জন‍্য উপহার বাছতে গিয়েই নাজেহাল হয়ে পড়েন অনেকে। কী উপহার দিলে মুখে হাসি ফুটবে উল্টো দিকের মানুষটির, তা বোঝা শক্ত। তবে সেই কাজটি অনেকটাই সহজ করে দিয়েছে ‘কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি’-র উপহারের গ্যালারি। শৌখিন এবং বাহারের নানা উপহারের সম্ভারে সেজে উঠেছে এই ঠিকানা। উপহারের খোঁজে সেখানে এক বার ঢুঁ দিতে পারেন। কী রকম উপহার সেখানে পেতে পারেন, রইল তার হদিস।

Advertisement

কফি মগ

ভাই কিংবা বোনের যদি চা-কফির প্রতি টান থেকে থাকে, সে ক্ষেত্রে কফি মগ দিলে খুশিই হবেন তিনি। সবুজ জমির উপর সোনালি নকশা, শৌখিন কারুকাজ করা বোন চায়নার কফি মগের দাম পড়বে ১৬৭৫ টাকা।

Advertisement

মাগ কিংবা গ্লাস, রাখির উপহার হোক শৌখিন। ছবি: সংগৃহীত।

কুকিজ় প্লেট

পিচওয়াই নকশা করা সুন্দর কুকিজ প্লেটও কিন্তু থাকতে পারে উপহারের তালিকায়। পিচওয়াই নকশা মূলত কৃষ্ণকথা বর্ণনা করে। কৃষ্ণকে কেন্দ্র করে যে নানা ঘটনা আবর্তিত হয়েছে, সেগুলিই ফুটিয়ে তোলা হয় এই নকশার মাধ‍্যমে। উপহার হিসাবে মন্দ নয় এগুলি। কুকিজ় প্লেটের দাম পড়বে ২৭৯০ টাকা।

মিঠাই প্লেট

উ‍ৎসব আর মিষ্টি তো হাত ধরাধরি করে চলে। আর বাঙালির তো সারা বছরই উৎসব। তাই বাড়িতে শৌখিন নকশা করা মিঠাই প্লেট থাকতেই পারে। সোনালি আর গেরুয়া রঙের সূক্ষ্ম নকশায় সেজে উঠেছে এই প্লেট। দাম ৩৭৫০ টাকা।

দশেরা মাগ। ছবি: সংগৃহীত।

পিচওয়াই কমল গ্লাস

পিচওয়াই নকশা করা সুন্দর কাচের গ্লাসও কিন্তু উপহার হিসাবে মন্দ নয়। এই গ্লাসগুলিতে চুমুক দেওয়ার অংশে পদ্মফুলের সুন্দর নকশা করা আছে। এমন শৌখিন জিনিস উপহার পেলে সকলেই বেশ খুশি হওয়ার কথা। চারটি গ্লাস নিয়ে একটি সেট। দাম থাকছে ২৭৫০ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement