Rape in UP

ছাগল খুঁজতে গিয়ে নিখোঁজ, চার দিন পরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার অষ্টম শ্রেণির ছাত্রীর, ধর্ষণ করে খুন!

ডিসিপি জানিয়েছেন, কিশোরীর মাথা, বুক, মুখে আঘাতের চিহ্ন ছিল। মনে করা হচ্ছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, কিশোরীকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২১:৫৮
Share:
উত্তরপ্রদেশে কিশোরীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ।

উত্তরপ্রদেশে কিশোরীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাঠে ছাগল খুঁজতে গিয়েছিল। তার পর আর বাড়ি ফেরেনি অষ্টম শ্রেণির ছাত্রীটি। চার দিন পরে ইটভাটার কাছে ক্ষেত থেকে উদ্ধার হল ১৩ বছরের ওই কিশোরীর দেহ। পুলিশ জানিয়েছে, তাকে ধর্ষণও করা হয়েছে। উত্তরপ্রদেশের মহারাজপুরের অদূরে এই ঘটনা হয়েছে।

Advertisement

এই ঘটনায় ওই গ্রাম এবং আশপাশের এলাকা থেকে অন্তত ছ’জনকে আটক করে জেরা করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কানপুরের পুলিশ কমিশনার অখিল কুমার, অতিরিক্ত পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) হরিশচন্দ্র-সহ বাহিনীর শীর্ষকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের কুকুর এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরাও ঘটনাস্থলে যান। ডিসিপি (পূর্ব) শ্রাবণকুমার সিংহ জানিয়েছেন, সোমবার ছাগল খুঁজতে গিয়েছিল ওই কিশোরী। তার পর আর ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি। শেষে তারা মহারাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার স্থানীয়েরা ক্ষেতে তার দেহ দেখতে পেয়ে পুলিশকে জানিয়েছে।

ডিসিপি জানিয়েছেন, কিশোরীর মাথা, বুক, মুখে আঘাতের চিহ্ন ছিল। মনে করা হচ্ছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, কিশোরীকে তুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল। যৌন নির্যাতনে বাধা দিলে তাকে খুন করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েক জনকে আটক করে জেরা করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement