Shampoo

খুসকি তাড়ানো কঠিন নয়, ঘরোয়া উপকরণেই এই সমস্যার সমাধান আছে

কোনও ওষুধ বা রাসায়নিক নয়, প্রতি দিনের ব্যবহারের কিছু উপকরণ দিয়েই তাড়ানো যায় খুসকি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৮:২২
Share:

খুসকি তাড়ানোর সহজ উপায়।

খুসকির সমস্যায় ভুগছেন? খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে কমিয়ে ফেলতে পারেন খুসকি।

Advertisement

জেনে নিন কী ভাবে।

Advertisement

লেবু-দই: মাথায় মাখার তেলের সঙ্গে একটু দই আর লেবু মিশিয়ে নিন। তার পরে সেই মিশ্রন মাথার তালুতে মাখিয়ে দিন। ১৫-২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন করে এই মিশ্রন ব্যবহার করুন।

ডিম: ডিমের হলুদ অংশ ভাল করে ফেটিয়ে মাথায় মাখিয়ে রাখুন। এ থেকে বোঁটকা গন্ধ আসতে পারে। সে ক্ষেত্রে প্লাস্টিক দিয়ে মাথা ঢেকে রাখুন।

বেকিং সোডা: শ্যাম্পুর বদলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, বেকিং সোডা স্বাভাবিক প্রক্রিয়ায় খুসকি তাড়ায়।

মাউথওয়াশ: ১ ভাগ মাউথওয়াশের সঙ্গে ৯ ভাগ জল মিশিয়ে নিন। শ্যাম্পু করে মাথা ধোওয়ার পর এই মিশ্রন চুলের গোড়ায় ঢেলে দিন। এর পরে আর মাথায় জল দেবেন না। এতে খুসকি অনেকটাই কমে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement