Dog

Dog Wedding: পুরোহিত ডেকে কুকুরের বিয়ে! ডিজে বাজিয়ে কাল্লু-বসন্তীর বিয়েতে খেলেন ৪০০ জন

রীতিমতো পুরোহিত ডেকে, ধুমধাম করে কাল্লু ও বসন্তী নামে দুই পোষ্যের বিয়ে দিলেন বিহারের এক বাসিন্দা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ২০:০৩
Share:

কুকুর বলে কি মানুষ নয়? ছবি: সংগৃহীত

গানবাজনা থেকে খাবারদাবার, অভাব ছিল না কোনও কিছুরই। ছিল ঢালাও মদের ব্যবস্থাও। কাল্লু আর বসন্তী নামক দুই কুকুরের বিয়েতে এ ভাবেই আনন্দে মাতলেন বিহারের মোতিহারির মজুরাহ গ্রামের মানুষ।

Advertisement

নরেশ সাহানি নামক এক ব্যক্তির পোষা কুকুর কাল্লু ও বসন্তী। ছোট থেকে নিজের হাতেই তাদের বড় করেছেন তিনি। তাই সন্তানস্নেহে দুজনের বিয়ে দিতেও কোনও রকম কার্পণ্য করেননি। একেবারে ধর্মীয় আচার-আচরণ মেনে বিয়ে হল দুই পোষ্যের। ছিল নাচ-গানের আসর ও ঢালাও খাওয়াদাওয়ার বন্দোবস্ত। শুধু মানুষ নয়, এলাকার কুকুরদেরও খাওয়ানোর বন্দোবস্ত করেন ওই ব্যক্তি।

কুকুরের বিয়ে দিতে আসা ধর্মেন্দ্রকুমার পাণ্ডে নামক এক পুরোহিতের দাবি, ওই কুকুরগুলি ভৈরবের রূপ। তাই এই ধরনের বিয়ে দিলে মনোবাঞ্ছা পূরণ হয়। ধুয়েমুছে যায় পাপও। কার কতটা পাপস্খালন হল তা জানা না গেলেও পুরোদস্তুর ভূরিভোজ করতে পেরে খুশি গ্রামের বাসিন্দারা। নবদম্পতিকে রীতিমতো আশীর্বাদও করে গেলেন তাঁরা।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement