চামড়ার জ্যাকেট আর্দ্র পরিবেশে না রাখাই ভাল। ছবি: শাটারস্টক।
দেখতে সুন্দর, পরলেই ফ্যাশন ‘ইন’। কিন্তু তাকে রীতিমতো আদর-আপ্যায়ন করতে না পারলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে সাধের চামড়ার জ্যাকেটগুলির হাল বেহাল হয়ে যায়। চামড়ার জিনিস ব্যবহার করতে ভাল লাগলেও এগুলির যত্ন নেওয়া বেশ ঝক্কির কাজ। কী ভাবে নেবেন এই সব চামড়ার জিনিসের যত্ন?
১) চামড়ার জ্যাকেট আর্দ্র পরিবেশে না রাখাই ভাল। তাই এটি ব্যবহার করার সময়ে বেশ সচেতন থাকতে হবে। জ্যাকেট ব্যবহারের পর কাপড়ে মুড়ে রাখুন। খুব চড়া রোদে চামড়ার জ্যাকেট শুকোতে না দেওয়াই ভাল।
২) চামড়ার জিনিসপত্রের উপযুক্ত আর্দ্রতা বজায় রাখতে মোম ও সিলিকনযুক্ত লেদার কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এতে চামড়া যেমন ভাল থাকে, তেমনই নতুনের মতো দেখতে লাগে। জ্যাকেটে যদি কোনও কারণে ছোটখাটো দাগ লাগে, তবে তা তোলার জন্য মৃদু ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন।
অমসৃণ কোনও কিছুর সঙ্গে যাতে চামড়ার জ্যাকেটের ঘষা না লাগে, তা খেয়াল রাখা জরুরি।
৩) চামড়ার পোশাকে ভাঁজ পড়লে কিন্তু মুশকিল। কারণ, চামড়ার পোশাক ইস্ত্রি করার সুযোগ নেই। সে ক্ষেত্রে উষ্ণতা সর্বনিম্ন মাত্রায় নামিয়ে চামড়ার পোশাকের উপর একটি কাপড় রেখে ইস্ত্রি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যেন গরম ইস্ত্রি সরাসরি চামড়ার উপরে না দিয়ে ফেলেন।
৫) অমসৃণ কোনও কিছুর সঙ্গে যাতে চামড়ার জ্যাকেটের ঘষা না লাগে, তা খেয়াল রাখা জরুরি। তাই চামড়ার জিনিস আলমারিতে আলাদা তাকে রাখাই ভাল।
৬) চামড়ার জ্যাকেট ভাঁজ না করে হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। তাতেই যত্নে থাকবে সেটি।