Tech News

৫ মোবাইল ফোন: দাম ২০ হাজার টাকার কম, ক্যামেরার মান নজর কাড়ার মতো

রইল এমন পাঁচটি মোবাইল ফোনের হদিস, যেগুলির দাম কুড়ি হাজার টাকার কম। কিন্তু ক্যামেরা অন্যান্য মোবাইলের থেকে ভাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ০৯:১৯
Share:

মোবাইল যখন উপহার দেবেনই, তখন তার ক্যামেরাটা কি একটু ভাল না হলে হয়? ছবি: প্রতীকী

ডিসেম্বর মাস এসে গিয়েছে। কিছু দিন পরই বড়দিন ও ইংরেজি নববর্ষ। উৎসবের দিনে অনেকেই প্রিয়জনদের নানা রকম উপহার দিতে চান। এখন উপহারের মধ্যে বিভিন্ন ধরনের বৈদ্যুতিন জিনিসপত্র দেওয়ার চল বেড়েছে। বিশেষ করে অনেকেই এখন বিভিন্ন ধরনের মোবাইল ফোন উপহার দেন কাছের মানুষকে। আর মোবাইল যখন উপহার দেবেনই, তখন তার ক্যামেরাটা কি একটু ভাল না হলে হয়? নয়তো বড়দিনের ছবি কিংবা নতুন বছরের নিজস্বী উঠবে কী ভাবে? রইল এমন পাঁচটি মোবাইলের হদিস, যেগুলির দাম কুড়ি হাজারের কম, কিন্তু ক্যামেরা অন্যান্য মোবাইলের থেকে ভাল।

Advertisement

মোটোরোলা মোটো জি৭২ ছবি: সংগৃহীত

১. মোটোরোলা মোটো জি৭২

দাম: ১৭,৪৯৯ টাকা

Advertisement

ডিসপ্লে: ৬.৬০ ইঞ্চি, ১০৮০×২৪০০ পিক্সেল

প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৯৯

র‍্যাম: ৬ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্পিয়ার

পিছনের ক্যামেরা: ১০৮ মেগা পিক্সেল+ ৮ মেগা পিক্সেল+ ২ মেগা পিক্সেল

সামনের ক্যামেরা: ১৬ মেগা পিক্সেল

রিয়েলমি ৯ ফাইভ জিএসই ছবি: সংগৃহীত

২. রিয়েলমি ৯ ফাইভ জিএসই

দাম: ১৬,৯৯৯ টাকা

ডিসপ্লে: ৬.৬০ ইঞ্চি, ১০৮০×২৪১২ পিক্সেল

প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৭৭৮জি

র‍্যাম: ৮ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি: ৫০০০ মিলি অ্যাম্পিয়ার

পিছনের ক্যামেরা: ৪৮ মেগা পিক্সেল+ ২ মেগা পিক্সেল+ ২ মেগা পিক্সেল

সামনের ক্যামেরা: ১৬ মেগা পিক্সেল

রিয়ালমি ৮ এস ফাইভ জি ছবি: সংগৃহীত

৩. রিয়ালমি ৮ এস ফাইভ জি

দাম: ১৬,৪০০ টাকা

ডিসপ্লে: ৬.৫০ ইঞ্চি, ১০৮০×২৪০০ পিক্সেল

প্রসেসর: মিডিয়াটেক ডাইমেন্সিটি ৮১০

র‍্যাম: ৬ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি: ৫০০০ মিলি অ্যাম্পিয়ার

পিছনের ক্যামেরা: ৬৪ মেগা পিক্সেল+ ২ মেগা পিক্সেল+ ২ মেগা পিক্সেল

সামনের ক্যামেরা: ১৬ মেগা পিক্সেল

ওয়ানপ্লাস নর্ড সি ই ২ লাইট ফাইভ জি ছবি: সংগৃহীত

৪. ওয়ানপ্লাস নর্ড সি ই ২ লাইট ফাইভ জি

দাম: ১৮,৯৯৯ টাকা

ডিসপ্লে: ৬.৬৯ ইঞ্চি, ১০৮০×২৪১২ পিক্সেল

প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৬৯৫

র‍্যাম: ৮ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি ক্যাপাসিটি: ৫০০০ মিলি অ্যাম্পিয়ার

পিছনের ক্যামেরা: ৬৪ মেগা পিক্সেল+ ২ মেগা পিক্সেল+ ২ মেগা পিক্সেল

সামনের ক্যামেরা: ১৬ মেগা পিক্সেল

পোকো এক্স ৪ প্রো ফাইভ জি ছবি: সংগৃহীত

৫. পোকো এক্স ৪ প্রো ফাইভ জি

দাম: ১৫,৯৯৯ টাকা

ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি, ১০৮০×২৪০০ পিক্সেল

প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৬৯৫

র‍্যাম: ৮ জিবি

স্টোরেজ: ১২৮ জিবি

ব্যাটারি: ৫০০০ মিলি অ্যাম্পিয়ার

পিছনের ক্যামেরা: ৬৪ মেগা পিক্সেল+ ৮ মেগা পিক্সেল+ ২ মেগা পিক্সেল

সামনের ক্যামেরা: ১৬ মেগা পিক্সেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement