করোনা-হানা ঠেকাতে মেনে চলুন কিছু নিয়ম। ছবি: শাটারস্টক
করোনা আতঙ্ক নিয়ে অকারণ ভয় না পেয়ে বরং কিছু সহজ উপায়ে তা থেকে দূরে থাকতে বলছেন চিকিৎসকরা। অসুখ রুখতে মাস্ক আদৌ কাদের প্রয়োজন, কাফ এটিকেটই বা কী, বার বার হাত ধোওয়ার নিয়মই বা কেমন হবে সে সব তো জানতেই হবে। আবার অসুখ নির্ণয়ে যাতে দেরি না হয়, খেয়াল রাখতে হবে সেটাও।
জ্বর ও সর্দিকাশির সঙ্গে আর কী কী লক্ষণ দেখলে সচেতন হতে হবে? রোগবালাই ঠেকিয়ে রাখার উপায়ই বা কী হবে? মাসক্ পরতে হলে কী ধরনের মাস্কে ভরসা রাখতে হবে? এই নিয়েই ‘আনন্দবাজার ডিজিটাল’-কে বিস্তারিত জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। করোনা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিলেন সংক্রামক অসুখ বিশেষজ্ঞ অমিতাভ নন্দী ও মেডিসিন বিশেষজ্ঞ সুকুমার মুখোপাধ্যায়।
সম্পূর্ণ খবরটি পড়তে এখানে ক্লিক করুন: করোনা ঠেকাতে কী করবেন? এই অসুখের লক্ষণই বা কী? জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা