nora fatehi

Nora Fatehi: পালক দিয়ে শরীর ঢাকলেন নোরা! ছবি দেখে মুগ্ধ হলেন ভক্তকুল

সাবেকি হোক কিংবা পাশ্চাত্য পোশাক সবই তাঁকে দারুণ মানায়, এ কথা বারবার প্রমাণ করেছেন নোরা। আবারও সাহসী পোশাকে ধরা দিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৮:০৯
Share:

নোরা ফতেহি।

বলি পাড়ায় নোরা ফতেহির পোশাক নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে। ইনস্টাগ্রামে আগাগোড়াই সক্রিয় বলি-অভিনেত্রী। নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ব্যক্তি এবং পেশাগত জীবনের নানা মুহূর্ত।

Advertisement

সাবেকি হোক কিংবা পাশ্চাত্য পোশাক সবই তাঁকে দারুণ মানায়, এ কথা বারবার প্রমাণ করেছেন নোরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রী ভাগ করেছেন বেশ কিছু ছবি। আইভরি রঙের মিনি ড্রেসে নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন নোরা। পোশাকজুড়ে পালকের ছোঁয়া। কানে একটি বড় পাথরের দুল, নুড রঙের লিপস্টিক আর হাই হিল জুতো। পোশাকের সঙ্গে একেবারে ছিমছাম সাজ। তাঁর সাজপোশাক দেখে মুগ্ধ নেটাগরিকরা।

Advertisement

ছবির ক্যাপশনে নোরা লিখেছেন, ‘‘যাঁরা আমায় সহ্য করতে পারেন না, তাঁদের আমার এই ঔজ্জ্বল্য দেখলে গা জ্বলতেই পারে! তবু আমি তার তোয়াক্কা করি না।’’

কেবল পোশাক পরলেই তো হল না, পোশাকটি পরে কে কেমন স্বচ্ছন্দে জনসমক্ষে আত্মপ্রকাশ করছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই কাজটিই বেশ দক্ষতার সঙ্গে করেন নোরা। বলিউডের ‘আইটেম গার্ল’ কেবল নাচের ছন্দেই নেটাগরিকদের আপ্লুত করেন না, তাঁর ফ্যাশনের আদবকায়দাও মন জয় করে ভক্তদের।

নোরার সেই ছবি দেখে একজন ভক্ত লিখেছেন, ‘অসাধারণ।’ কেউ আবার লিখেছেন, ‘আপনাকে যত দেখি ততই মুগ্ধ হই।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement