কয়েন, ব্যাটারি, চুম্বক, স্ক্রু এবং কাচের টুকরো—পেট না কি লোহার দোকান বুঝে ওঠা দায়!
তুরস্কের এক ব্যক্তির পেটে কয়েকশ কয়েন, পেরেক, ব্যাটারি এবং কাচের টুকরোর হদিস পেয়ে বিস্মিত হয়ে পড়েন চিকিৎসকরা।
বছর ৩৫-এর সেই ব্যক্তির পেটে হঠাৎ করে যন্ত্রণা শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আল্ট্রাসাউন্ড এবং এক্স-রে ব্যবহার করে এন্ডোস্কোপি করার পর চক্ষু চড়কগাছ চিকিৎসকদের! ব্যক্তির পেটে ২৩৩ রকমের জিনিসের খোঁজ পেলেন তাঁরা। কয়েন, ব্যাটারি, চুম্বক, স্ক্রু এবং কাচের টুকরো—পেট না কি লোহার দোকান বুঝে ওঠা দায়!
হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘‘অস্ত্রোপচারের সময় দেখা গিয়েছে ব্যক্তির পাকস্থলির প্রাচীরে দু’টি পেরেক একবারে গেঁথে গিয়েছিল, বৃহদন্ত্রে বিভিন্ন ধাতব সামগ্রী ও পাথরও পাওয়া যায়। ব্যক্তির পেট থেকে ২৩৩ রকম জিনিস বার করতে আমারা সফল হয়েছি।’’
চিকিৎসকরা জানান, এই রকমটা সুস্থ মানুষের ক্ষেত্রে সচরাচর শোনা যায় না। শিশু কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের ক্ষেত্রে এই ঘটনাটা প্রায়ই ঘটতে দেখা যায়।
যদিও ঠিক কী ভাবে ব্যক্তির পেটে এই জিনিসগুলি গেল— তা জানা যায়নি। আপাতত সেই ব্যক্তি একেবারে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।