তেল-ঝাল-মশলা সমৃদ্ধ খাবার না হলে যেন ঠিক জমে না বাঙালির। কোনও দিন কষা মাংসের ঝোল, তো কোনও দিন জমিয়ে তেল কই, কোনও দিন ছাঁকা তেলে ফুলকো লুচি আবার কোনও দিন ঝাল ঝাল আলুরদম। সুস্বাদু, মুখরোচক, স্পাইসি খাবার না হলে কী হয়? কিন্তু জানেন কী সুস্থ থাকতে গেলে সিদ্ধ খাবারই আপনার স্বাস্থ্যের জন্য শ্রেয়। ওজন কমানো থেকে হজমশক্তি বৃদ্ধি, সতেজ ত্বক থেকে গ্লোয়িং চুল সবটাই পাওয়া যায় সেদ্ধ খাবার থেকে।
আরও পড়ুন: ওজন কমাতে ব্রেকফাস্টে খেতে পারেন এই ৪ স্মুদি