ধূমপানের পরে কি মাথা ঘুরছে? ছবি: সংগৃহীত
ধূমপানের অভ্যাস অনেকেরই আছে। তাঁদের মধ্যে অনেকেই জানেন, এর ফলে ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। তার পরেও ছাড়তে পারেন না এই অভ্যাস। কিন্তু কাদের ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা বেশি? তার কি পূর্বাভাস পাওয়া সম্ভব? তেমন রাস্তাও আছে, বলছে হালের গবেষণা।
সম্প্রতি আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক মারিসা এরিংগারের নেতৃত্বে একটি দল সকালে ধূমপানের প্রভাবে শরীরে কী কী হয়, তা নিয়ে গবেষণা চালিয়েছে। অনেকেরই সকালের প্রথম ধূমপানের সময়ে মাথা ঘোরে। গবেষণা বলছে, যাঁদের এমন হয়, তাঁদের ধূমপানের প্রতি আসক্তি বেশি। এবং তাঁদের পক্ষে ধূমপান ত্যাগ করা তুলনায় কঠিন।
কেন এমন হয়? ধূমপানের সময়ে রক্তে নিকোটিন নামক যৌগ মেশে। বহু ক্ষণ রক্তে নিকোটিন না থাকার পরে হঠাৎ করে নিকোটিন এসে হাজির হলে অনেকের মাথা ঘুরতে থাকে। কিন্তু সকলের তা হয় না কেন? গবেষণা বলছে, এর কারণ বিশেষ ধরনের জিন। ‘নিকোটিন রিসেপটর জিন’ বা ‘সিএইচআরএনএ১০’ নামক এই জিন যাঁদের শরীরে আছে, বেশির ভাগ ক্ষেত্রে তাঁদেরই এই সমস্যা হয়। সকালের প্রথম ধূমপানে মাথা ঘুরতে থাকে।
মাথা ঘুরলে দ্রুত ধূমপান ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
এই জিন যাঁদের শরীরে থাকে, তাঁদের নিকোটিনের প্রতি আসক্তি বেশি হয়— তেমনই বলছে গবেষণা। এবং পরবর্তী কালে ধূমপানের ফলে হওয়া নানা ধরনের সমস্যা তাঁদেরই বেশি মাত্রায় দেখা যায়। শ্বাসের সমস্যা তো বটেই, এমনকি ফুসফুসের ক্যানসারের মাত্রাও তাঁদের ক্ষেত্রে বেশি হয়। তেমনই বলছে গবেষণা।
তাই সকালের প্রথম ধূমপানে যাঁদের মাথা ঘোরে, তাঁদের দ্রুত এই অভ্যাস ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।