বাথরুমের দুর্গন্ধ দূর করবেন কী করে? ছবি: সংগৃহীত
অনেক বাড়িতেই শৌচালয়ে দুর্গন্ধ হয়। তার কারণ ঠিক করে বাতাস চলাচল করতে পারে না। সেই দুর্গন্ধ কাটাতে প্যাকেট-বন্দি সুগন্ধী কেনেন অনেকে। কিন্তু কর্পূর মেশানো সুগন্ধী মাস খানেকের মধ্যেই ফুরিয়ে যায়। কিংবা তার তেজ কমে যায়। এমন অবস্থায় কী করবেন?
বাড়িতেই বানিয়ে ফেলা যায় শৌচালয়ে ব্যবহার করার মতো সুগন্ধী। তার মেয়াদও দীর্ঘ দিন। কী ভাবে বানাবেন এই সুগন্ধী? এর জন্য লাগবে একটু এসেনশিয়াল অয়েল। আর টয়লেট পেপার রোল।
টয়লেট পেপার রোলটি দেওয়ালে টাঙিয়ে রাখুন। এ বার সেই রোলের ভিতরে যে পিচবোর্ডের নলটি রয়েছে, তার ভিতর কয়েক ফোঁটা সাইট্রাস এসেনশিয়াল অয়েল দিয়ে দিন। এই গন্ধ দীর্ঘ দিন আপনার শৌচালয়ে থেকে যাবে। রোল যত ব্যবহার হবে, যত বেশি ঘুরবে সেটি, তত সাইট্রাসের গন্ধ শৌচালয়ে ছড়িয়ে পড়বে।
তবে মনে রাখবেন, এই তেল শুধুমাত্র পিচবোর্ডের নলটিতেই ঢালতে হবে। টয়লেট পেপারে দিলে হবে না। টয়লেট পেপারে এই তেল ঢাললে দু’টি সমস্যা হতে পারে। প্রথমত, সেটি ব্যবহার হয়ে গেলে আর সুগন্ধ পাওয়া যাবে না। দ্বিতীয়ত, সাইট্রাস এসেনশিয়াল অয়েল ত্বকে লাগলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হয়। ফলে পিচবোর্ডের নলে ব্যবহার করাই ভাল।