Dementia

Dementia: যে ৪টি লক্ষণ দেখলেই সাধারণত ডিমেনশিয়ার উপসর্গ ভেবে ভুল করেন সকলে

টুকটাক ভুলে যাওয়ার অভ্যাস আমাদের সকলেরই আছে। কিন্তু তাতেই লুকিয়ে থাকে এমন কিছু উপসর্গ, যাদেখে মনে হতে পারেতা ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ ১৬:০৫
Share:

প্রতীকী ছবি।

একটা বয়সের পর থেকেই ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে শুরু করে। এমনিতে এটা বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। টুকটাক ভুলে যাওয়ার সমস্যা থাকলে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু এখন স্মৃতির অসুখ নিয়ে এত লেখালিখি। আপনিও সেসব মিলিয়ে দেখলেন আপনারও ভুলে যাওয়ার লক্ষণগুলিও সেইরকম। তাই কোনও রকম কোনও চিকিৎসকের পরামর্শ ছাড়াই ভেবে নিলেন আপনি ডিমেনশিয়ায় আক্রান্ত। হ্যাঁ, সত্যিই এমন কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যার সঙ্গে ডিমেনশিয়ার উপসর্গের অদ্ভুতরকম মিল। দেখে নিন কোন কোন উপসর্গকে ডিমেনশিয়ার উপসর্গ হিসেবে ভুল করে থাকেন।

Advertisement

ছোটখাটো জিনিস ভুলে যাওয়া

Advertisement

একটা নাম অনেক ক্ষণ ধরেই মনে করার চেষ্টা করছেন, কিছুতেই মনে করতে পারছেন না। কিংবা ধরুন অমুক তারিখে কাউকে আসতে বলেছেন, সেটা নিজেই ভুলে গেলেন। তারপর রোজকার ওষুধ খেতেও ভুলে যাচ্ছেন— এগুলি সবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। শরীরে পুষ্টির অভাব দেখা দিলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় অত্যধিক চাপ থেকেও মানুষ জিনিস ভুলে যায়। স্বাভাবিক উপসর্গ হলে একটা সময় পরে আপনা থেকেই এগুলি মনে পড়ে গেলেও, ডিমেনশিয়ার ক্ষেত্রে কিন্তু তা হয় না!

প্রতীকী ছবি

টাকা গোনার সমস্যা

ডিমেনশিয়া থাকলে সংখ্যাজনিত সমস্যা দেখা দেয়। বড় বড় ধাঁধা কিংবা বেশি টাকার অঙ্কের হিসেব করা তাদের পক্ষে একটু সমস্যাজনক হয়ে যায়। আপনারও ধরুন টাকা গুনতে গিয়ে ভুল হয়ে যায়। একটা বয়সের পর এরকম হতেই পারে। তাই বলে সেটা ডিমেনশিয়া ভেবে নেওয়ার কারণ নেই।

দিন ভুলে যাওয়া

দিন ভুলে যাচ্ছেন মানে আপনার ডিমেনশিয়া হয়েছে ভেবে নিয়েছেন? এটা অনেক দিন কোনও কর্ম বিরতিতে থাকলেও হতে পারে।আমাদেরও প্রায়শই দিন-তারিখ মাথায় থাকে না, শেষে মোবাইল বা ক্যালেন্ডারের সাহায্য নিতে হয়। ডিমেনশিয়াতেও এই সমস্যা হয়, তবে এতটাই বড় আকারে যে তাঁরা বছরের কোনও দিন-ক্ষণই ঠিক করে মনে রাখতে পারেন না।

কথার খেই হারিয়ে যাওয়া

ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীরা প্রায়শই কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেন, কী বলছেন ভুলে যান। এই সমস্যা সাধারণ মানুষেরও হতে পারে। কখনও কোনও কথা বলতে গিয়ে যদি ঠিকঠাক শব্দবন্ধ মনে না পড়ে বা খেই হারিয়ে যায়, তার মানেই ডিমেনশিয়া নয়। তবে প্রায়শই হতে থাকলে সেটা অন্য প্রসঙ্গ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement