চাকরি ছেড়ে কেন আফসোস করছেন যুবক? ছবি: সংগৃহীত।
মোটা অঙ্কের চাকরি পেয়েও প্রথম দিনেই পদত্যাগ করেন কর্মী। ভাবছেন তো, কী এমন হল? সমাজমাধ্যমে একটি সাইটে মনের কথা লিখে বিড়ম্বনায় পড়লেন এক যুবক। দিল্লির উত্তর-পশ্চিম প্রান্তের বাসিন্দা এই যুবক অনলাইনে ভাগ করে নিয়েছিলেন তাঁর ভাল মাইনের চাকরি পাওয়ার অভিজ্ঞাতা। যুবক সমাজমাধ্যমে জানিয়েছেন, প্রথম দিনেই চাকরিতে গিয়ে তিনি বুঝেছেন, সারা দিন চাকরি করে, আর গুরুগ্রামে আসা-যাওয়া করলে তার হাতে দিনে মাত্র ৩ ঘণ্টা সময় অতিরিক্ত থাকছে। বাড়ি ছেড়ে গুরুগ্রামে গিয়ে বসবাস করাও তাঁর পক্ষে সম্ভব নয়।
পরিস্থিতির বিবেচনা করে ওই ষুবক চাকরির প্রথম দিনেই পদত্যাগ করে দেন। ওই যুবক সমাজমাধ্যমে জানতে চেয়েছেন আদৌ তিনি ঠিক কাজ করেছেন কি না? যুবক লেখেন, ‘‘ভাল সংস্থায় ভাল আয়ের চাকরি পেয়েছিলাম। বেশ কয়েক ধাপ ইন্টারভিউ রাউন্ড পেরোনোর পর সংস্থার তরফে আমাকে নির্বাচন করা হয়। প্রথম চাকরি পেয়ে আমি বেশ খুশি ছিলাম, তবে প্রথম দিন গিয়েই বুঝতে পারি এত দূর থেকে যাতায়াত করা আমার পক্ষে সম্ভব নয়। সারা দিনে আমি মাত্র ৩ ঘণ্টা ঘুমোনোর সুযোগ পেয়েছিলাম সে দিন। ৫ হাজার টাকার উপরে যাতায়াতে খরচ হয়েছিল। তাই পদত্যাগ করলাম এক প্রকার বাধ্য হয়ে।’’
এই পোস্ট মুহূর্তের মধ্যে নেটাগরিকদের নজর কাড়ে। চরম প্রতিযোগিতার বাজারে এখন চাকরি পাওয়া ভীষণ মুশকিল। ভাল চাকরি পেয়েও ছেড়ে দেওয়া একদমই ঠিক কাজ হয়নি, মত অনেকের। অনেকেই লিখেছেন। ‘অর্ধেক দিল্লির বাসিন্দা রোজ কর্মসূত্রে গুরুগ্রামে আসেন। ভাল কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে’। শেষমেশ যুবক সকলকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে সাহায্য করার জন্য। তিনি লেখেন, ‘‘এ রকম ভুল আমি আর কখনও করব না!’’