চাকরির বিজ্ঞাপনের ফাঁদে পা দিতেই খোয়া গেল টাকা। প্রতীকী ছবি।
বাড়ি বসে কাজ করে মাসে কয়েক হাজার টাকা উপার্জনের সুযোগ। ইনস্টাগ্রামে কাজের বিজ্ঞাপন দেখে উৎসাহ জন্মেছিল। আগ্রহ দেখাতে গিয়েই খোয়াতে হল কয়েক লক্ষ টাকা। দিল্লির বাসিন্দা প্রতারিত ওই ব্যক্তির নাম হারিন বনসাল।
দিন কয়েক আগে ইনস্টাগ্রাম ঘাঁটতে গিয়ে এমন একটি কাজের বিজ্ঞাপনে চোখ আটকে যায় হারিনের। তিনি একটি চাকরি করেন। কিন্তু বাড়তি উপার্জনের চেষ্টায় ছিলেন। বাড়ি থেকে কাজের সুযোগ থাকায় আরও বেশি উৎসাহী হন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ইনস্টাগ্রাম পোস্টটি ক্লিক করে ভিতরে ঢোকেন। সেখানে তাঁকে একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়। হারিন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে একটি লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করার নির্দেশ দেওয়া হয়।
কথা মতো হারিন সেই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম পূরণ করে জমা দেন। হোয়াটসঅ্যাপে তাঁকে জানানো হয়, দিন দুয়েকের মধ্যে ইন্টারভিউয়ের জন্য ফোন করা হবে তাঁকে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর হারিনের মোবাইলে ব্যাঙ্কের একটি মেসেজ আসে। ব্যাঙ্ক থেকে ৯ লক্ষ টাকা তোলা হয়েছে। এটা দেখেই হারিন বুঝতে পারেন, তিনি ফাঁদে পা দিয়েছেন। থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।