এ কেমন অভিভাবক? ছবি: সংগৃহীত
পাঁচ সন্তানই চঞ্চল। ঘুরতে বেরোলে এক সঙ্গে তাঁদের উপর নজর রাখা কঠিন। তাই সবাইকে নিয়ন্ত্রণে রাখতে কুকুর বাঁধার দড়ি দিয়ে হাঁটতে বেরোলেন জর্ডান দ্রিসকিল নামক এক ব্যক্তি।
আমেরিকার কেনটাকির বাসিন্দা ৩১ বছর বয়সি দ্রিসকিল ও তাঁর স্ত্রী বছর ৩৪-এর ব্রায়ানার দাবি, পাঁচ সন্তান জোয়ি, ডাকোটা, হোলিন, অ্যাশার ও গ্যভিনকে চোখে চোখে রাখা বড়ই কঠিন। তাই বাইরে ঘুরতে গেলে যাতে তারা চোখের আড়ালে না চলে যায় তার জন্যই দড়িতে বেঁধে ঘুরতে বেরোন তাঁরা। এমনকি নিজেদের এ হেন কাজের ভিডিয়োও নেটমাধ্যমে প্রকাশ করেছেন তাঁরা।
তবে দম্পতির এই কাজ আদৌ কতটা যথাযথ তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেউ কেউ যেমন দম্পতির উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন, তেমন অনেকেই সমালোচনা করেছেন তাঁদের এই কাজের। এই ভাবে সন্তানদের পশুর মতো বেঁধে রাখা অনুচিত বলেই মত তাঁদের।