ঝড়ের সময় ওদের বেঁধে রাখবেন না। ছবি: সংগৃহীত
আগামী সপ্তাহেই কলকাতা-সহ রাজ্যের আরও কয়েকটি জায়গায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে। আমপানের অভিজ্ঞতা থেকে এখন আরও সতর্ক বহু মানুষ। কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড়ে শুধুমাত্র মানুষের নয়, ক্ষতি হয় আরও বহু প্রাণীরও। বাড়ির বাইরের স্বাধীন প্রাণীদের আমরা যতটা না সাহায্য করতে পারব, তার চেয়ে অনেক বেশি সাহায্য করতে পারব গৃহপালিত পোষ্যদের।
আমপান বা ইয়াসের পূর্বাভাসের মতো বিরাট আকারের ঘুর্ণিঝড় না হলেও সাধারণ ঝড়বৃষ্টির সময়েও আমাদের বাড়ির পোষ্যদের দিকে আলাদা করে নজর দেওয়া উচিত। এই সময় ওদের কী ভাবে যত্ন নেবেন, রইল তার সন্ধান।