প্রতিষেধক নেওয়ার পরেও কেউ কেউ সংক্রমিত হচ্ছেন। তাই সাবধানেই চলতে হবে। ফাইল চিত্র
করোনার প্রতিষেধক যে ভাল ভাবেই কাজ করছে, সে কথা ইতিমধ্যেই প্রমাণিত। টিকা নেওয়া থাকলে সংক্রমণের তীব্রতা খানিক কম দেখা যাচ্ছে। মৃত্যুর আশঙ্কাও কমছে। কিন্তু প্রতিষেধক নেওয়া থাকলে যে সংক্রমণ হচ্ছে না, এমন নয়। বরং প্রতিষেধক নেওয়ার পরেও দেখা যাচ্ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। টিকা নেওয়ার পরে আর করোনা-বিধি মেনে চলতে ইচ্ছা না করলে, অসুস্থ হয়ে প়ড়ার সেই আশঙ্কার কথাটি ভেবে দেখুন।
আপাতত বেশ অনেক দিন কয়েকটি বিষয়ে সাবধান থাকা প্রয়োজন। খেয়াল রাখা দরকার, যত কম সাবধান হবেন মানুষ, ততই বেশি ছড়াবে ভাইরাস। রূপ বদলে ক্ষতির মাত্রা বৃদ্ধিরও সুযোগ ঘটবে। এমন যাতে না হয়, তার জন্যই নিজেদের সতর্ক হওয়া জরুরি।
প্রতিষেধক নেওয়ার পরেও কোন কোন নিয়ম মেনে চলতে হবে?
১) অন্তত এক মিটার দূরত্ব বজায় রেখে চলুন বাইরের কারও থেকে
২) বন্ধ জায়গা কিংবা ভিড়ের মধ্যে অবশ্যই দু’টো মাস্ক পরতে হবে
৩) বারবার হাত পরিষ্কার করুন
৪) কাশি বা হাঁচির সময়ে মুখ ঢেকে রাখুন
৫) বাড়িতে বাইরের কেউ এলে জানলা-দরজা খুলে রাখুন। হাওয়া-বাতাস খেলতে দিন ঘরে
খেয়াল রাখুন, সকলে মিলে এ ধরনের নিয়ম মেনে চললে ধীরে ধীরে ভাইরাসের তাণ্ডব থেকে মুক্তি পাওয়া যেতে পারে। শুধু প্রতিষেধক নিয়ে নিজেকে সুরক্ষিত রাখা যাবে হয়তো, কিন্তু বাকিদের নয়।