ছবি’: শাটারস্টক
করোনা ঠেকাতে ইতিমধ্যেই বেশ কিছু সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সম্প্রতি ‘হু’-এর সঙ্গে যুক্ত চিকিত্সকরা জানিয়েছেন, করোনাভাইরাসকে ঠেকাতে নজর দিতে হবে নিজের মোবাইলটির দিকেও। যদিও মোবাইল থেকে সরাসরি করোনা ছড়ায় না। তবে, এই মারণ ভাইরাসকে ঠেকাতে মোবাইল পরিষ্কারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—এমনটাই দাবি করেছে ‘হু’।
দিনের প্রায় বেশির ভাগ সময়েই আপনার সঙ্গে থাকে মোবাইল ফোন। বিশেষজ্ঞের পরামর্শ মতো দশ থেকে কুড়ি মিনিট অন্তর অন্তর হাত স্যানিটাইজ করেই ভাবেন কেল্লা ফতে! তা কিন্তু একেবারেই নয়। করোনা মূলত হাঁচি-কাশির ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। আর মোবাইল ব্যবহারের সময় আপনার কিংবা আপনার পাশের জনের হাঁচি-কাশির ড্রপলেট মোবাইলের গায়েও পড়ে। সেই থেকেই আপনার দেহে থাবা বসাতে পারে করোনা। তাই মোবাইল ফোনটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। হাত ধোওয়ার মতো বারংবার নিয়ম করে মোবাইলটিও পরিষ্কার করুন। করোনা-ত্রাসের সময় ছোটখাটো বিষয়গুলি ভুলেও এড়িয়ে যাবেন না। নইলে হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি।