Corona Vaccine

Corona Vaccine: বর্তমান টিকা সারা জীবন নিরাপত্তা নাও দিতে পারে, আশঙ্কা চিকিৎসকদের

এখন টিকা নিলে কি আর কোনও দিন নিতে হবে না? নাকি নির্দিষ্ট সময় অন্তর নিয়ে যেতে হবে টিকা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ১৫:৪৮
Share:

বছর বছর টিকা নিতে হবে কি? ছবি: সংগৃহীত

পৃথিবীর বহু দেশেই করোনার টিকাকরণ অনেক দূর এগিয়ে গিয়েছে। ভারতেও টিকাকরণের কাজ চলছে। কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন, এক বার টিকা নিলে কি আর কোনও দিন নিতে হবে না? নাকি নির্দিষ্ট সময় অন্তর নিয়ে যেতে হবে টিকা?

Advertisement

এখনও পর্যন্ত কোনও টিকা-নির্মাতাই নিজেদের টিকাকে ১০০ শতাংশ কার্যকর বলে দাবি করেননি। ফলে এক বার টিকা নিলেই যে সারা জীবনের নিরাপত্তা পাওয়া যাবে, এমন কোনও সম্ভাবনা নেই। চিকিৎসক সুবর্ণ গোস্বামীও তেমনই মনে করে। তাঁর কথায়, ‘‘এমআরএনএ ভাইরাস অত্যন্ত দ্রুত নিজের রূপ বদলায়। যত ছড়াবে, তত এর রূপ বদলাবে। ফলে বর্তমান টিকা যে ভবিষ্যতেও কাজ করবে এমন ভাবার কারণ নেই।’’

বর্তমানে ডেল্টা এবং ডেল্টা প্লাসের মতো করোনাভাইরাসের নতুন প্রজাতির সংক্রমণ বাড়ছে বহু জায়গায়। ইতিমধ্যেই কেন্দ্র এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সুবর্ণর আশঙ্কা, এই সব নতুন প্রজাতির অনেকগুলির ক্ষেত্রেই বর্তমান টিকাগুলি ভাল করে কাজ না করতে পারে।

Advertisement

কত দিন থাকতে পারে টিকার প্রভাব?

সে ক্ষেত্রে কি বছর বছর নতুন টিকা বা বুস্টার নিতে হবে? ‘‘ইনফ্লুয়েজার জীবাণুও দ্রুত রূপ বদলায়। ফলে তারও টিকা বারবার বদলায়। বছর বছর টিকা নিতেও হয়। করোনার ক্ষেত্রেও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’’

তবে বর্তমান টিকাগুলির কর্মক্ষমতা দীর্ঘ কত দিন থাকবে, তা নিয়েও সন্দেহ রয়েছে চিকিৎসমহলে। কয়েক বছর কি নিরাপত্তা দিতে পারে টিকাগুলি? সুবর্ণর বক্তব্য, ‘‘হ্যাঁ বা না— দু’টোর কোনওটা বলারই সময় আসেনি। সবে ৬ মাস হল টিকাকরণ শুরু হয়েছে। বছরটা কাটুক। তার পরে বোঝা যাবে, বর্তমান টিকাগুলির প্রভাব কত দিন থাকছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement