Home Cleaning

Cleaning Tips: আঁকিবুকি কেটে দেওয়াল ভরিয়েছে বাড়ির শিশু? পুজোর আগে তা পরিষ্কার করবেন কী ভাবে

শিশুরা দেওয়ালে আঁকিবুকি কাটতে বেশ পছন্দ করে। কিন্তু তা মাঝেমধ্যে সাফও করা দরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৭
Share:

প্রতীকী ছবি।

হাতের সামনে যতই খাতা থাক, শিশুরা দেওয়ালে আঁকিবুকি কাটবেই। বেশির ভাগ শিশুর দেওয়াল জুড়ে রকমারি লেখা বা আঁকার দিকে ঝোঁক। বাচ্চাকে বুঝিয়েও অনেক ক্ষেত্রে কাজ হয় না। কিন্তু এই লেখা-আঁকা ভর্তি দেওয়াল যে বাড়ির সৌন্দর্য নষ্ট করবে, তা তো খুবই স্বাভাবিক। তা হলে কী করবেন? পুজোর আগে ঘর সাফ করতে তো ইচ্ছা করবেই। জেনে নিন দেওয়াল পরিষ্কার করার কিছু সহজ উপায়।

১) এক বালতি গরম জলে বাসন মাজার তরল সাবান মেশান। এ বার একটি পরিষ্কার কাপড় এই জলে ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। তার পর ভেজা কাপড়টি দিয়ে দেওয়ালের আঁকা বা লেখার অংশ মুছুন।

Advertisement

প্রতীকী ছবি।

২) বাড়ি পরিষ্কার করার গ্লাস ক্লিনার স্প্রে দিয়েও এই জায়গাটি পরিষ্কার করা সম্ভব। দেওয়ালের ওই অংশে গ্লাস ক্লিনার স্প্রে করে মিনিট পনেরো রেখে দিন। তার পর একটি শুকনো নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।

৩) ১ কাপ জল ও বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এ বার রঙের দাগ তুলতে একটি স্পঞ্জ ওই মিশ্রণে ডুবিয়ে নিন। তার পর সেটি দিয়ে মিশ্রণটি দেওয়ালে লাগান। দাগ ভাল ভাবে না উঠতে চাইলে একটু তরল সাবান মিশিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement