PM Modi

Kanpur: ‘নতুন পেন্সিল চাইলেই মা মারে’, মূল্যবৃদ্ধির জ্বালায় প্রধানমন্ত্রীকে লিখল ছ’বছরের খুদে

নিজেই কাঁচা হাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রথম শ্রেণির ছাত্রী কৃতী জানিয়েছে, মূল্যবৃদ্ধির জেরে তাঁকে কতই না সমস্যায় পড়তে হচ্ছে!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ১৭:১২
Share:

মূল্যবৃদ্ধির জেরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখল প্রথম শ্রেণির ছাত্রী!

মূল্যবৃদ্ধিই এখন সাধারণ মানুষের মাথাব্যথার মূল কারণ। আয় বাড়ার নাম নেই, অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে। মূল্যবৃদ্ধির এই বাজারে তাকে কতটা সমস্যায় পড়তে হচ্ছে, সে বিষয়ে নালিশ জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল ছ’বছরের এক খুদে। তবে সেই চিঠিতে চাল, ডাল ও তেলের মূল্যবৃদ্ধির কোনও উল্লেখ নেই। আছে পেন্সিল ও ম্যাগির কথা।

Advertisement

প্রথম শ্রেণির পড়ুয়া কৃতী দুবে উত্তরপ্রদেশের কনৌজের ছোট্ট একটি শহর ছিবড়ামউয়ের বাসিন্দা। নিজেই কাঁচা হাতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সে জানিয়েছে, মূল্যবৃদ্ধির জেরে কত সমস্যায় পড়তে হচ্ছে! ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কৃতীর লেখা সেই চিঠি ভাইরাল হয়েছে।

চিঠিতে ঠিক কী লিখেছে কৃতী?

Advertisement

চিঠিতে লেখা হয়েছে, ‘আমার নাম কৃতী দুবে। প্রথম শ্রেণিতে পড়ি। মোদীজি, জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়েছে। এমনকি, আমার পেন্সিল-রাবারও দামি হয়ে গিয়েছে। ম্যাগির দাম বেড়ে গিয়েছে। নতুন পেন্সিল চাইলেই এখন মা আমাকে মারে। আমি কী করব বলুন তো? অন্য বাচ্চারা তো আমার পেন্সিল চুরি করে নেয়।”

কৃতির হাতে লেখা চিঠি।

সোশ্যাল মিডিয়ায় মেয়ের চিঠি ভাইরাল হতেই মুখ খেলেছেন বাবা বিশাল দুবে। পেশায় আইনজীবী বিশাল বলেন, ‘‘এটি আমার মেয়ের ‘মন কি বাত’। সম্প্রতিই স্কুলে পেন্সিল হারিয়ে ফেলায় মেয়েকে বকুনি দিয়েছিলেন ওর মা। তখনই ওর মা বলে জিনিসপত্রের কত দাম বেড়ে গিয়েছে। সেই বিষয়ে ক্ষোভ জানাতেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে কৃতী।”

ছিবড়ামউয়ের জেলা সদর আধিকারিকও ওই চিঠি দেখতে পেয়েছেন নেটমাধ্যমে। আশ্বাস দিয়েছেন, চিঠিটি যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়, তার চেষ্টা করবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement