‘কত কী যে সয়ে যেতে হয়, ভালবাসা হলে’। ছবি- ভিডিয়ো থেকে।
‘কত কী যে সয়ে যেতে হয়, ভালবাসা হলে’, এ কথা অক্ষরে অক্ষরে সত্যি। প্রেমে পড়লে সাধ্যের বাইরে গিয়েও মানুষ এমন অনেক কাজ করে, যা কল্পনাতীত। লোকে কী বলবে বা ভাববে তার হিতাহিত জ্ঞান তখন কারও মধ্যেই থাকে না। ভালবাসায় ভরা তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
যেখানে দেখা গিয়েছে এক তরুণী, তার মত্ত বন্ধুকে প্রথমে ধরে ধরে বাড়ি নিয়ে আসতে সাহায্য করছিলেন। যাতে বন্ধু গায়ে ভর দিয়ে নিজে পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারেন। কিন্তু ওই তরুণ এতটাই মত্ত যে, কোনও মতে তিনি নিজের পায়ে দাঁড়াতেই পারছেন না। বেগতিক দেখে তার বান্ধবী আর এক মুহূর্তও সময় নষ্ট না করে, জনবহুল রাস্তার মাঝেই কাঁধে তুলে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেন।
এই দৃশ্য দেখে আপ্লুত নেটাগরিকদের একাংশ। কেউ মন্তব্য করেছেন, “ভালবাসা কথায় নয়, কাজে প্রতিফলিত হচ্ছে।” নিজের সঙ্গীর উদ্দেশে অন্য আর এক জনের মন্তব্য, “তুমি যদি এই ভাবে আমার দায়িত্ব নিতে না পারো, তা হলে আমি এই সম্পর্ক রাখতে চাই না।”