Samantha Prabhu

Guess the Celeb: চিনতে পারছেন এই শিশুকে? ইনি এখন উষ্ণতা ছড়ানো জনপ্রিয় নায়িকা

অনেক সময়েই শৈশবের মুখের আদলের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় না বড় হওয়ার পর। দেখুন তো এই তারকাকে চেনেন কি না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৮:১৮
Share:

বলুন তো ইনি কে? ফাইল চিত্র

অ্যালবাম ঘাটতে ঘাটতে কখনও কখনও বেরিয়ে আসে এমন সব ছবি, যেগুলি দেখলে চমকে উঠতে হয় নিজেই। মনে হয় চোখের পলকে বেরিয়ে গিয়েছে সময়। বিশেষ করে শৈশবের ছবি হলে তো কথাই নেই। সম্প্রতি এক দক্ষিণী তারকার তেমনই একটি ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। চিনতে পারছেন ইনি কে? রইল কয়েকটি ইঙ্গিত।

Advertisement

১। মূলত দক্ষিণী ছবিতে অভিনয় করেন ইনি।

২। ছবির পাশাপাশি একটি ২০২১ সালের একটি ‘স্পাই থ্রিলার’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। একই সিরিজে অভিনয় করেছেন মনোজ বাজপায়ীও।

Advertisement

৩। সম্প্রতি একটি সুপারহিট দক্ষিণী ছবির গানে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

৪। দক্ষিণী নায়ক নাগা চৈতন্যর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘ দিন সরগরম থেকেছে সংবাদমাধ্যম।

এই সব ‘ক্লু’-র পরেও যদি চিনতে না পারেন, তবে সোজাসুজিই বলে ফেলা যাক তাঁর নাম। ছবির শিশুটি আর কেউ নন, সামান্থা রুথ প্রভু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement