Karan Johar

Guess the Celeb: চিনতে পারছেন এই শিশুকে? কেন এখন ওঁর সঙ্গে কফি খেতে যেতে চায় গোটা বলিউড

অনেক সময়েই শৈশবের মুখের আদলের সঙ্গে মিল থাকে না বড় বয়েসের। আপনি কি চিনতে পারছেন এই তারকাকে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১০:৪১
Share:

দেখুন তো এই বলি তারকাকে চিনতে পারেন কি না?

বলি তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলেরই আগ্রহ থাকে। ইদানীং সোশ্যাল মিডিয়ার হাত ধরে তারকাদের বাড়ির অন্দরের খবরও আমরা জানতে পারি সহজেই। অনেক বলিউড তারকাই নিজেদের খুঁটিনাটি তথ্য ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসেন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া ঘিরে বিভিন্ন তারকা শৈশবকালের ছবিও ভাইরাল হতে দেখা যায়।

Advertisement

সম্প্রতি এক বলি পরিচালকের তেমনই একটি ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। চিনতে পারছেন, ইনি কে? রইল কয়েকটি ইঙ্গিত।

১) এই পরিচালকে বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে।

Advertisement

২) এই পরিচালকের বাবা ছিলেন হিন্দি সিনেমার এক জন বিখ্যাত প্রযোজক।

৩) এই পরিচালকের নিজস্ব প্রযোজক সংস্থাও আছে।

৪) নিজের নামেই জনপ্রিয় একটি টেলিভিশন শো সঞ্চালনা করেন ইনি।

৫) বিয়ে করেননি তিনি। সারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের বাবা এই পরিচালক।

এই সব সংকেতের পরেও যদি চিনতে না পারেন, তবে সোজাসুজিই বলে ফেলা যাক তাঁর নাম। ছবির শিশুটি আর কেউ নন, কর্ণ জোহর।

কর্ণ জোহার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement