Chest pain

Palpitation: মাঝ রাতে বুক ধড়ফড় করে ঘুম ভেঙে গেল? হৃদ্‌যন্ত্র সুস্থ রয়েছে তো

চিকিৎসকরা বলছেন, বুক ধড়ফড় মোটেই বিরল কিছু নয়। তবে সব ক্ষেত্রে এটিকে অগ্রাহ্য করাটাও ঠিক নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪২
Share:

বুক ধড়ফড়ানির কারণ কী? ছবি: সংগৃহীত

রাতে আচমকাই ঘুম ভেঙে গেল। দেখলেন, বুক ধড়ফড় করছে। হৃদ্‌স্পন্দন অনেকটা বেড়ে গিয়েছে। এটা কি বড় কোনও অসুখের লক্ষণ? নাকি এমন হওয়াটা বিরল কিছু নয়?

চিকিৎসকরা বলছেন, বুক ধড়ফড় মোটেই বিরল কিছু নয়। তবে সব ক্ষেত্রে এটিকে অগ্রাহ্য করাটাও ঠিক নয়। সাধারণত পাশ ফিরে শুলে বুক ধড়ফড়ানির আশঙ্কা বাড়ে। আবার অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে, সারা দিনই বুক ধড়ফড়ানি রয়েছে। কিন্তু সেটি টের পাওয়া যায়নি। রাতে শোওয়ার পরে, সেটি বেশি মাত্রায় অনুভব করা গিয়েছে।

বুক ধড়ফড়ানির লক্ষণ:

• হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া

Advertisement

• বুকে চাপ লাগা

• পিঠে ব্যথা

Advertisement

কী কী কারণে বুক ধড়ফড় করতে পারে?

• অতিরিক্ত কফি পান

• রক্তাল্পতা, রক্তচাপ কমে যাওয়া, রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া

• সন্ধ্যার পর থেকে বেশি মাত্রায় চকোলেট খাওয়া

• শুতে যাওয়ার আগে মদ্যপান

• প্রচণ্ড ক্লান্তি এবং কম ঘুম হওয়া

• অবসাদ, উদ্বেগ

• মানসিক চাপ

• জ্বর

• প্রচণ্ড পরিশ্রম বা শরীরচর্চা

কী ভাবে এটি আটকাবেন?

এই সমস্যার সমাধান করতে পারেন চিকিৎসক। কারণ কখন বুক ধড়ফড়ানি নিয়ে ভয় নেই, আর কখন বিষয়টি উদ্বেগের— তা চিকিৎসকের পক্ষেই বলা সম্ভব। যদিও চিকিৎসকের কাছে যাওয়ার আগে কয়েকটি প্রশ্নের উত্তর নিজেকেই ভেবে নিতে হবে।

• কখন কখন এই সমস্যা হয়েছে?

• কত ক্ষণ এই সমস্যা চলেছে?

• বুক ধড়ফড়ানির আগে এবং পরে শরীর কেমন ছিল?

• আপনি কি কোনও বিষয় নিয়ে অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তায় রয়েছেন?

• যখন বুক ধড়ফড় করেছেন, আপনি তার আগে কোন কাজ করছিলেন?

• যখন বুক ধড়ফড় করেছে, তার আগে কি আপনি এমন কোনও খাবার বা পানীয় খেয়েছেন, যা সচরাচর খান না?

এই সব প্রশ্নের উত্তরের উপর দাঁড়িয়ে চিকিৎসকই পারেন এই সমস্যার সমাধান করতে। প্রয়োজনে ইসিজি, রক্তপরীক্ষাও করাতে হতে পারে। তবে যাঁদের থাইরয়েড বা হৃদ্‌যন্ত্রের নানা সমস্যা ইতিমধ্যেই রয়েছে, তাঁদের বেশি মাত্রায় সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement