hair fall

Weight Loss and Hair Fall: ওজন কমলে বাড়তে পারে কি চুল পড়ার সমস্যা?

ওজন কমতে থাকলে শরীরে আরও কিছু পরিবর্তান আসে। বিভিন্ন হরমোনের মাত্রা ওঠা-নামা করে। প্রভাব পড়ে ত্বক ও চুলের উপরও। এর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১২:৩৮
Share:

প্রতীকী ছবি।

ওজন কমানো বেশ কঠিন কাজ। মেপে খাওয়া, সঙ্গে নিয়ম করে শরীরচর্চা করা। কম তো চাপ নিতে হয় না। তার পরও অনেক সময়ে কমতে চায় না ওজন। কিন্তু তাড়াতাড়ি ওজন কমতে থাকলে শরীরে আরও কিছু পরিবর্তান আসে। বিভিন্ন হরমোনের মাত্রা ওঠা-নামা করে। প্রভাব পড়ে ত্বক ও চুলের উপরও। এর ফলেই বাড়তে পারে চুল পড়ার সমস্যা।

Advertisement

কিন্তু ওজন ঝরলে সকলেরই যে চুল পড়বে, এমনও নয়। চুল পড়ার সমস্যা তাঁদের মধ্যেই বেশি দেখা দেয়, যাঁদের অতিরিক্ত শরীরচর্চার ফলে মানসিক ও শারীরিক চাপ বেড়ে যায়। পাশাপাশি, শরীরের পুষ্টির অভাব ঘটলেও এমন হতে পারে। অনেকেই খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করে ওজন কমানোর জন্য। তাতে বহু ক্ষেত্রে খেয়াল থাকে না শরীর প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে কি না। পুষ্টি না পেলে ত্বক ও চুলের উপর প্রভাব সবের আগে দেখা দেয়।

প্রতীকী ছবি।

তবে চুল প়ড়ার সমস্যা সহজেই রোধ করা যায়। চলতে হবে একটু সচেতন ভাবে। শরীরে মূলত ভিটামিন আর প্রোটিনের অভাব ঘটলেই চুল পড়ার সমস্যা বাড়ে। ফলে ওজন কমানোর সময়েও খেয়াল রাখতে হবে শরীর যেন প্রয়োজনীয় পুষ্টি পায়। চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি খাওয়াদাওয়া করা যায়, তবে এই সমস্যা থেকে মুক্ত রাখা যায় নিজেকে। বেশি করে প্রোটিনযুক্ত খাবার খেলে সমস্যা এমনিতেই কিছুটা কম থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Advertisement

চুল পড়া শুরু হয়ে গেলেও হতাশ না হয়ে চিকিৎসকের কাছে যেতে পারেন। চিকিৎসকের পরামর্শ মতো চুলের যত্ন নেওয়া শুরু করুন। সমস্যার সমাধান মিলবে দ্রুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement