মশারি নেই, ক্ষোভ হাসপাতালে
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
জ্বর নিয়ে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীকে মশারি দেওয়া হয়নি। বিষয়টি জানতে পেরে ক্ষোভ ছড়িয়েছে রোগীর অত্মীয়দের মধ্যে। শনিবার দুপুরে ওন্দার রামসাগর অঞ্চলের বাসিন্দা বছর ২৪-এর যুবক বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি হন। তাঁর দাদা বলেন, “ভাই হাওড়ার সালকিয়া এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। গত বুধবার ওর জ্বর, মাথা যন্ত্রনা হয়। বৃহস্পতিবার ওই অবস্থায় সে বাড়ি ফিরে আসে। শুক্রবার বিষ্ণুপুরে এক চিকিত্সককে দেখালে তিনি রক্ত পরীক্ষা করাতে বলেন। শনিবার বাঁকুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে রক্ত পরীক্ষা করানো হয়। রিপোর্টে জানা যায়, ডেঙ্গি এনএসআই রিয়েক্টিভ। ওইদিন দুপুরেই ভাইকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করাই। এখন জ্বর কিছুটা কমেছে। কিন্তু মশারি কেন দেওয়া হচ্ছে না বলতে পারব না।” রবিবার দুপুরে ওই হাসপাতালের জেনারেল মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা গেল, মশারি ছাড়াই শুয়ে আছেন ওই যুবক। ভারপ্রাপ্ত সুপার তড়িত্কান্তি পাল বলেন, “ওই রোগীকে এখনই ডেঙ্গি আক্রান্ত বলা যায় না। এলিজা টেস্টের পর আইজিএম পজেটিভ হলে সেটা বলা সম্ভব। একটানা ৬ দিন জ্বর না কমলে চিন্তা থাকে। তবে ওই রোগীর জ্বর কমেছে। নজরদারির মধ্যে রাখা হয়েছে।” মশারি প্রসঙ্গে তিনি বলেন, “মশারি দিতে অসুবিধা নেই। কিন্তু কেন দেওয়া হয়নি খোঁজ নিচ্ছি।” সিএমওএইচ সুরেশ দাসও বলেন, “মশারির মধ্যে রাখা উচিত্ ছিল। এই ঢিলেমি কেন খোঁজ নিয়ে দেখছি।”
গাফিলতিতে কড়া হতে নির্দেশ সুব্রতর
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজে কোনও চিকিত্সক বা স্বাস্থ্যকর্মীর গাফিলতি থাকলে তাঁদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট কমিটির চেয়ারম্যান সুব্রত মৈত্র। রবিবার দুপুরে সুব্রতবাবুর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রায়গঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শনে যান। উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত, হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্টোপাধ্যায়, সহকারি সুপার গৌতম দাস-সহ জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সুব্রতবাবু হাসপাতাল কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবায় গাফিলতি বরদাস্ত করবে না।
নিখরচায় পরিষেবা দেবে স্বাস্থ্য দফতর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
শিলিগুড়ি জেলা হাসপাতালে নিখরচায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিত্সা পরিষেবা দিতে উদ্যোগী স্বাস্থ্য দফতর। রবিবার স্বাস্থ্য দফতরের মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট কমিটি জেলা হাসপাতাল পরিদর্শন করেন। সুব্রত মৈত্রের নেতৃত্বে স্বাস্থ্য দফতরের ওই দলটি এ দিন শিলিগুড়ি জেলা হাসপাতালে আসে। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত বিশ্বাস বলেন, “বর্তমানে পিপিপি মডেলে ওই পরিষেবা চালু রয়েছে। সরকার নিখরচায় ওই পরিষেবা চালু করতে চায়। কালিম্পং, কার্শিয়াং হাসপাতালে একই ভাবে নিখরচায় সিসিইউ’র পরিষেবা দেওয়ার কথা ভাবা হয়েছে।
স্বাস্থ্যপরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করল বিজেপি। শনিবার দুর্গাপুরের গোপালমাঠ মোড়ের এক প্রেক্ষাগৃহে এই শিবির হয়। দলের ২ নম্বর ব্লক আয়োজিত এই শিবিরে দেড়শোর বেশি মানুষ স্বাস্থ্যপরীক্ষা করান। উদ্যোক্তাদের পক্ষে শ্যামাপ্রসাদ ঘোষ জানান, শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল শোভাপুর এলাকার এক বেসরকারি হাসপাতাল। এ দিকে, রবিবার বিকেলে অন্ডাল যাওয়ার পথে গোপালমাঠে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
মসজিদে পোলিও-র শিবির
পোলিও রোগ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিজেরাই উদ্যোগী হয়ে শিশুদের পোলিও খাওয়ানোর জন্য ক্যাম্প করলেন ইমামরা। বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের কান্দি মহকুমা শাখার পক্ষ থেকে রবিবার মোহন বাগান মসজিদে পোলিও প্রতিষেধক কর্মসূচি পালন হয়। মহকুমা স্বাস্থ্য আধিকারিক ভাস্কর বৈষ্ণব বলেন, “খুবই ভাল লাগছে এই ধরনের ক্যাম্প হওয়ায়। মহকুমা-সহ গোটা জেলার প্রত্যেকটি মসজিদে এমন ক্যাম্প হলে পোলিও রোগ দূরীকরণে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।” ইমাম সংগঠনের কান্দি শাখার সম্পাদক আব্দুর রহমান বলেন, “সমাজকে সুস্থ রাখতে, সমাজের স্বার্থে কিছু কাজ করা প্রত্যেক মানুষের কর্তব্য। ইমামরা যদি না এগিয়ে আসেন তাহলে পোলিও-র মতো রোগ কোনও ভাবেই সারানো সম্ভব নয়। আগামী দিনে মহকুমার প্রত্যেক মসজিদে এই ধরনের ক্যাম্প করার কথা ভাবছে আমাদের সংগঠন।”
স্বাস্থ্য শিবির
শিশু দিবস উপলক্ষে কাঁথি রোটারি ক্লাবের উদ্যোগে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। কাঁথি শহরের চন্দ্রামণি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ে আয়োজিত ওই প্রতিযোগিতায় তিনটি বিভাগে কেজি ওয়ান থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ১৭১ জন ছাত্রছাত্রী যোগ দেয়। এ দিন বিকেলে হিন্দু বালিকা বিদ্যালয়ে রোটারি ক্লাবের পরিচালনায় ও কাঁথি ইনার হুইল ক্লাবের সহযোগিতায় শিশুদের একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
শিলিগুড়ির ভারতনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নিখরচায় স্বাস্থ্য শিবির। ফুলেশ্বরী এলাকার
দেবাশিস কলোনিতে এই স্বাস্থ্য শিবিরে চোখ পরীক্ষা-সহ রক্ত পরীক্ষার ব্যবস্থা ছিল। ১৯ জনের
ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।—নিজস্ব চিত্র।