Bizarre

বরের গলার মালায় ঝুলছে দু’লক্ষ টাকা, হ্যাঁচকা টানে নিয়ে পালাল কিশোর

অজ্ঞাতপরিচয় এক কিশোর ভিড়ে মিশে গিয়ে, হঠাৎ বরের গলা থেকে টাকার মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:০৮
Share:

এক কিশোর হঠাৎ বরের গলা থেকে টাকার মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রতীকী ছবি।

বর-কনের গলায় টাকার মালা পরানোর রেওয়াজ অনেক জায়গাতেই আছে। নয়াদিল্লির মায়াপুরীর বাসিন্দা রিজ়ওয়ান খানকে তেমনই একটি মালা পরিয়ে বরণ করে নিচ্ছিলেন মেয়ের বাড়ির লোক। নাচ-গান, হইহুল্লোড়, লোক সমাগমের মাঝে হঠাৎই এক জন হিজড়ে আসেন। টাকা-পয়সা নিয়ে বচসা শুরু হয়। সেই সুযোগে অজ্ঞাতপরিচয় এক কিশোর ভিড়ে মিশে গিয়ে, হঠাৎ বরের গলা থেকে টাকার মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই মালাটিতে ৫০০ টাকার চারশোটি নোট, অর্থাৎ ২ লক্ষ টাকা ছিল। তবে মালায় থাকা সব টাকা খোয়া যায়নি। বরের গলা থেকে টাকা নিয়ে পালানোর সময়ে বেশ কিছু টাকা ছড়িয়ে পড়ে চারদিকে। ওই কিশোরকে ধাওয়া করে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। খোয়া যাওয়া বাকি টাকা তার কাছ থেকে উদ্ধারও করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement