Masturbation

Masturbation break: অফিসে ‘স্বমেহন’ বিরতি! কাজে মন বসাতে নয়া পন্থা সংস্থার, কর্মীদের আদরপুতুল দিচ্ছেন বস

কাজের একঘেয়েমি কাটাতে স্বমেহনের জন্য আধ ঘণ্টার বিরতি দিচ্ছে সংস্থার প্রধান। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২২ ১৫:৪৪
Share:

এরিকা জানান, তিনি এখন তাঁর কর্মীদের সুবিধার জন্য যৌন খেলনাও উপহার দিচ্ছেন। ছবি: সংগৃহীত

অফিসে কাজের মাঝে একঘেয়েমি কাটাতে আপনি কী করেন? অফিসের নীচে চায়ের দোকানে ক্ষণিকের আড্ডা কিংবা সহকর্মীদের সঙ্গে কিছুক্ষণ পরনিন্দা-পরচর্চা? তাতেই চাঙ্গা হয়ে ওঠে মন! তবে কাজের একঘেয়েমি কাটাতে স্বমেহনের জন্য আধ ঘণ্টার বিরতি দিচ্ছে কোনও সংস্থার প্রধান, এমনটা শুনেছেন কখনও!

Advertisement

পর্ন পরিচালক এরিকা লাস্ট তার কর্মীদের কর্মক্ষেত্র আরও আরামদায়ক করার লক্ষ্যে গত বছর স্ব-প্রেমের এই নয়া নীতি চালু করেছেন৷ এই নীতি নাকি তাঁর কর্মীদের কর্মদক্ষতা বাড়িয়েছে। এরিকা জানান, তিনি এখন তাঁর কর্মীদের সুবিধার জন্য যৌন খেলনাও উপহার দিচ্ছেন।

এরিকার মতে, তিনি তাঁর কর্মীদের যথেষ্ট গুরুত্ব দেন, তাঁদের কথাও ভাবেন। কর্মক্ষেত্রে কর্মীদের দক্ষতা বাড়াতে এই নীতির কোনও তুলনা নেই। এই সিদ্ধান্তের কথা এরিকা নিজের ইনস্টাগ্রামের পাতায় তার অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Advertisement

অনেকেই এরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অনেকে আবার বলেছেন, সাধারণ কর্মক্ষেত্রে এই নীতি চালু হলে কাজ গোল্লায় যাবে!

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, স্বমেহন কিন্তু মানসিক চাপ দূর করার এক দারুণ পন্থা। মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাবজনিত নানা সমস্যা থেকে রেহাই পেতেও স্বমেহন উপকারী! তাই বলে কি কর্মক্ষেত্রে এই কাজ আদৌ মানায়, প্রশ্ন উঠছে নেটাগরিকদের মনে!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement