লাল শাড়িতেই বিয়ে সারলেন পত্রলেখা। তবে তিনি একা নন, বিয়ের সাজে এই রং পছন্দ বহু বলি-নায়িকারই। তাঁরা কারা? রইল সেই তালিকা।
হালে বিয়ে করেছেন ইয়ামি গৌতম। বিয়ের সাজে তিনি বেছে নিয়েছিলেন লাল রংই। তবে কোনও নামকরা পোশাক-শিল্পীর কাছ থেকে নতুন শাড়ি না কিনে তিনি বেছে নিয়েছিলেন নিজের মায়ের পুরনো শাড়ি।
বলিউডের সবচেয়ে চর্চিত বিয়ে কোনটি? অনেকের মতেই, দীপিকা আর রণবীরের বিয়ে। এই বিয়েতে আচার-রীতির কম ছিল না। তাই সাজও ছিল অনেক রকম।বেশির ভাগই পোশাক-শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাক। কনে সাজ ছিল লাল রঙেই।
শুধু সাবেক সাজে নয়, দীপিকা লাল বেছে নিয়েছিলেন পশ্চিমী পোশাকেও। রিসেপশনেও লাল গাউনে দেখে গিয়েছিল তাঁকে।
প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েও সারা ফেলে দিয়েছিল বলিউডে। পোশাকশিল্পী সেই সব্যসাচীই। এবং রংও লাল।
শুধু একবার নয়, বিয়ের নানা পর্বেই লাল সাজে সেজেছিলেন প্রিয়ঙ্কা। অনেক পোশাকই ছিল একই পোশাকশিল্পীর সংগ্রহ থেকে।
বলিউডের অন্যতম শৌখিনী সোনম কপূর। আনন্দ আহুজার সঙ্গে বিয়ের সময়ে সোনমও সেজেছিলেন লাল সাজে।
বঙ্গতনয়া বলি-নায়িকা বিপাশা বসুও বিয়ের সাজে বেছে ছিলেন লাল রং। মাথায় শোলার মুকুট সাজে বাঙালিয়ানার ছোঁয়া এনেছিল।
বিয়ের সাজে উর্মিলা মাতণ্ডেকরও সেজেছিলেন লাল লেহঙ্গায়।
গীতা বাসরা এবং হরভজন সিংহের বিয়ে। বলি-অভিনেত্রী গীতাও সেজেছিলেন লাল রঙের শাড়িতে।
সানা খান এখন অভিনয় থেকে অবসর নিয়েছেন। বিয়ের পর সরে দাঁড়িয়েছেন এই পেশা থেকে। বিয়ের অনুষ্ঠানে সানাকে দেখা গিয়েছিল লাল পোশাকে।