ভিজে লোমের সমস্যার সমাধান হতে পারে এই যন্ত্রে। ছবি: সংগৃহীত
গরমের সময় সপ্তাহে দু’-তিন বার স্নান করাতে হয় বাড়ির পোষ্য কুকুরকে। বর্ষায় এত বার না হলেও, সপ্তাহে এক বার বটেই। আর এই প্রতি বার স্নান করানোর পরে ভিজে লোম নিয়ে সমস্যায় পড়তে হয়।
অনেকেই চেষ্টা করেন চুল শুকনো করার যন্ত্র দিয়ে কুকুরের লোম শুকোতে। কিন্তু তাতে অনেক কুকুরই প্রচণ্ড ভয় পায়। কী ভাবে এই ভয় কাটাবেন? রইল সন্ধান।
গরম হাওয়া নয়: কুকুরের গায়ে প্রথমেই গরম হাওয়া দেবেন না। এই যন্ত্র থেকে গরম এবং স্বাভাবিক— দু’ধরনের হাওয়াই বেরোতে পারে। প্রথমেই গরম হাওয়া দিলে কুকুর ভয় পেয়ে যেতে পারে।
চোখ-কান বাঁচিয়ে: কোনও ভাবেই যেন এই হাওয়া কুকুরের চোখে বা কানে না লাগে। তা হলে ওদের ভয় বাড়বে। এমনকি এই অঙ্গগুলির ক্ষতিও হতে পারে।
বকবেন না: ও ভয় পেলে, ওকে বকবেন না। বরং কিছু স্ন্যাকস দিয়ে ওর মন ভাল করার চেষ্টা করুন। তাতে ভয় কাটবে।
খুব বড় জায়গায় না: বড় ঘরের মধ্যে এই কাজ করতে গেলে ও দৌড়ে অন্যত্র চলে যাবে। বরং ছোট ঘরের মধ্যে কাজটি সেরে ফেলুন। তাতে যন্ত্রটির আওয়াজ ওর কানে যাবে। ভয়ও আস্তে আস্তে কাটবে।